হেমন্তের আগমনী গান,
জুড়িয়ে দেয় সবার প্রাণ।
সবুজ মাঠে কৃষকের হাসি,
দেখতে আমি বড়ো ভালোবাসি।
নতুন ধানের এলো মৌসুম,
পিঠে ও পুলি তৈরির ধুম।
এ -যে বাংলার নন্দিত ছবি,
কবিতায় আঁকে ভালোবেসে কবি।
হেমন্ত আসে সবার তরে,
এ-ই বাংলার ঘরে ঘরে।
লেখক ও আবৃত্তিকার
চট্টগ্রাম ,বাংলাদেশ ।