হেমন্তের দুটি কবিতা

হেমন্তের দুটি কবিতা

সন্তোষ কুমার শীল

 

হেমন্ত প্রভাত

আমার নিকানো উঠোনে শিউলী ফুল
শিশির- সিক্ত স্নিগ্ধ নয়নে চেয়ে
এল যে লগ্ন ,বেজেছে বিদায় সুর
হেমন্ত এল কুহেলীর পথ বেয়ে।
শারদোৎসবে যে ছিল রূপের রাণী
রিক্ততা সেথা, শূন্য কাশের বন
অরণ্যে আজ লেগেছে হিমেল ছোঁয়া
বিষণœ তাই শ্যাম বনানীর মন।
প্রকৃতির সব ঐশ্বর্যের ডালি
নিঃশেষ করে দিয়েছে ধানের ক্ষেতে
সমারোহে তার প্রান্তরে জাগে হাসি
সোনালি প্রভাত উৎসবে ওঠে মেতে।
নীলিমার বুকে সোনালি ডানার চিল
চকিতে কখন দূরের বারতা আনে
ধ্যান-নিমগ্ন নিসর্গের এই মায়া
শুদ্ধ প্রভাতে শান্তি জাগায় প্রাণে।
এইতো আমার বাংলা কুটির খানি
স্বর্গশোভাও হার মানে যার কাছে
এইখানে এসে ভরেছে হৃদয় মোর
‘সুপ্রভাত’ আজ এই শুধু বলার আছে।

 

অঘ্রাণের গান

এসো আজ এই অঘ্রাণ-প্রান্তরে
যেখানে পড়েছে ভোরের নরম রোদ
শিশির বিন্দু ঢেলেছে হীরের কণা
ফসলের ঘ্রাণে নিঃশ্বাস নেবে ভরে।

চারিপাশে জাগে পাকা ফসলের গান
বিষণœতার ভাবনা এখানে বৃথা
নিসর্গের এই অপরূপ হাতছানি
সুখৈশ্বর্যে ভরাবে তোমার প্রাণ।
এসো এসো এই ফসলের সম্ভারে
তরুণ আমার ব্যাকুল হিয়া কাঁদে
সৃষ্টি-সুখের লগ্ন বিদায় নিলে
মূল্য দিয়ে ফেরানো কি যায় তারে!

ভ্রান্তির পুঁতি কুড়ানো হল তো ঢের
মালাগাঁথা শুধু স্বপ্নেই হল সারা
আজ অঘ্রাণে ফসল ক্ষেতের ধারে
এসো চাষ করি মানব জমিন ফের।

সোনার ফসল ফলাব দু’জন মিলে
নবান্ন হবে নিরন্ন এই দেশে
আগামী কালের নব নব সভ্যতা
আমাদের শ্রমে গড়ে তুলি তিলে তিলে।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
যেমন গানের রেওয়াজ, শরীরীর চর্চা, সাঁতার শেখা,  তেমনি নিয়মিত রবীন্দ্র সাহিত্য চর্চা খুবই জরুরী

যেমন গানের রেওয়াজ, শরীরীর চর্চা, সাঁতার শেখা, তেমনি নিয়মিত রবীন্দ্র সাহিত্য চর্চা খুবই জরুরী

 মিরাজুল হক তখন কি হবে? যখন আমাদের নতুন প্রজন্ম চোদ্দ পনের বয়সের ছেলেমেয়েদের কাছ থেকে কিছু প্রত্যশা করা হবে । বিশেষ করে আশা করা হবে ...
ভালোবাসা দিবসে সিঙ্গেল? - কি করবেন?

ভালোবাসা দিবসে সিঙ্গেল? – কি করবেন?

ছাইলিপি আর্টিকেল ডেস্ক ভ্যালেন্টাইন্স ডে, প্রেমের দিন হিসাবেও পরিচিত, প্রায়ই রোম্যান্স এবং সম্পর্কের সাথে জড়িত। যাইহোক, যারা অবিবাহিত তাদের জন্য, এই ছুটি তাদের অবস্থার একটি ...
একুশে ফেব্রুয়ারি

একুশে ফেব্রুয়ারি

গোবিন্দ মোদক রফিক বুকের রক্ত দিলো সালাম দিলো জান — শহীদ হলো বরকত ভাই রাখতে ভাষার মান। নিজের জীবন আহুতি দিলো অনায়াসে আব্দুল — জব্বাররা ...
ফ

ফ বাংলা ভাষার বাইশতম ব্যাঞ্জনবর্ণ হলো- ফ। ফ অক্ষরটি বাংলা বর্ণমালার তেত্রিশতম অক্ষর। ফ এর সাথে যখন আ যোগ হয়(+) তখন – ‘ফা’ হয় আবার ...
স্বাধীনতা

স্বাধীনতা

ড. গৌতম সরকার তখন আমার নবম শ্রেণী, ক্লাসে সিপাহী বিদ্রোহ চলছে, পরিমলবাবুর স্বরের উৎক্ষেপণ, অবক্ষেপণে নানাসাহেব, তাঁতিয়া টোপি, ঝাঁসির রানীরা দাপিয়ে বেড়াচ্ছে রণক্ষেত্র……….. ইংরেজ সেনাদের ...
নিরাপদ দূরত্ব 

নিরাপদ দূরত্ব 

 রোকেয়া ইসলাম    মৌসুমিকে আজ বেরোতেই হবে ।নইলে করোনার ভয়াবহতার চেয়েও ভয়ংকর রোগে মারা যাবে সবাই ।গতকাল দুপুরের পর আর চুলা জ্বলে নি। দুপুরের বেচে ...