সাইফুল ইসলাম মুহাম্মদ
আমি যদি আবার পূর্নজন্ম হয়ে ফিরে আসি
শ্যামল সবুজ মায়ায় ভরা
আমার এ ছোট্র গাঁয়ে।
আমি মানুষ হয়েই বারবার ফিরব মাগো
তোমার কোলে,
হে আমার প্রিয় জন্মভূমি
আমি তোমাকে বড্ড ভালবাসি।
জান! আমার মাঝে মাঝে বড্ড সাধ জাগে এ প্রাণে
বুক ফুলিয়ে নি:শ্বাস নেই নির্মল বায়ুতে
পৃথিবীটা নেই ঠিক আগের মত
চারদিকে ছেয়ে গেছে জঞ্জালে বায়ু হয়েছে দুষিত।
পাখিরা ডাকেনা ঠিক আগের মত, বনে বাদরে
মনের খুশিতে
সকালবেলা ঘুম থেকে উঠে শুনিনা আর
পাখিদের চিরচেনা সেই কিচিরমিচিরের শব্দ।
তাই ভাল্লাগেনা আর এই যান্ত্রিকতার হানাহানি
তাই যদি মরে যাই মাগো এ জনম থেকে
পরের জন্মে যেন মানুষ হয়ে ফিরে আসতে পারি
শান্তির বার্তা নিয়ে
হে প্রিয় আমার জন্মভূমি।
সিংগাইর, মানিকগঞ্জ