হ্যাপি নিউ ইয়ার
হামিদা আনজুমান
করোনাতে বিশ্ব নাকাল মনেতে নেই হর্ষ
ঐ নতুনের কেতন উড়ে, এলো নতুন বর্ষ।
এই চাওয়া যাক করোনা আর সকল অসুখ জরা
হাসবো সবে সহজ সুখে মুক্ত হবে ধরা।
পাপ আর কালো বাতিল করে সঠিক পথে লড়বো
মানবতার শিখার আলোয় এই পৃথিবী গড়বো।
শাশ্বত এই বসুন্ধরা সবুজে যাক ভরে
দূষণ রোধে একতা চাই হাতে হাতটি ধরে।
নতুন দিনে তাইতো সবাই স্বপ্নতরী ভাসায়
জরাশূন্য এই ধরা হোক প্রার্থনা এই আশায়।
হাতে হাত আর চোখের আলোয় থাকুক সবে ডিয়ার
ভালোর চাষে, আলোর আশে হ্যাপী নিউ ইয়ার।