আ-কার (া)
আ-কার হলো স্বরবর্ণের একটি সংক্ষিপ্ত রূপ। অ-ভিন্ন অন্য স্বরবর্ণের সাথে ব্যাঞ্জনবর্ণের সংযুক্তি হলে পূর্ণরূপের বদলে সংক্ষিপ্ত রূপ ধারণ করে। স্বরবর্ণের এ ধরণকেই কার বলা হয়। ঠিক একই ভাবে ‘আ’ এর সাথে সংক্ষিপ্ত রূপ কারের পরিগ্রহকে আ-কার (া) বলা হয়। অর্থাৎ কোন ব্যাঞ্জনবর্ণের সাথে যখন (আ) যুক্ত হয় তখন আ-কার হয়।
আ-কার (া) ম+আ= মা। (বা+আ) (ব+আ)= বাবা।
আ-কার যোগে শব্দগঠন-
কাকা
মামা
চাচা
দাদা
নানা
পাকা
আদা
ি (ই-কার)
ু (উ-কার)
পুনশ্চঃ ব্যাঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা।