১৫ ই আগস্টের অণুগল্প: উঠান

১৫ ই আগস্টের অণুগল্প: উঠান
অমিত মজুমদার 
রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গেই মেসেঞ্জারে মেসেজটা ঢুকলো। “শুভ স্বাধীনতা দিবস”। মেসেজটা বাংলাদেশ থেকে পাঠিয়েছে মোহিনী চৌধুরী। মোহিনীর সঙ্গে পরিচয় ফেসবুকে। সে ওখানে একটা নামকরা থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত। বেশ পরিচিত মঞ্চ অভিনেত্রী। আমি যদিও নাটক বা কোনো শিল্পের সঙ্গেই সঙ্গে যুক্ত নই তা সত্ত্বেও যোগাযোগটা হয়েছে। যোগাযোগটাও বেশ চিত্তাকর্ষক। সে কখনও এপারে আসেনি আমিও তেমন কখনও ওপারে যাইনি৷ বেশ কয়েকজন ফেসবুক ফ্রেন্ডের মাধ্যমে আমাকে সে খুঁজে পায়। এই খোঁজার জন্য অনেক সময় লেগেছে তার। আমি কোনো বিখ্যাত লোক নই তবু সে আমাকে খুঁজে নিজে থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তারপর পরিচয়। অনেক কথার আদানপ্রদান। অনেকটা চেনাজানা।
মেসেজের রিপ্লাই দিতে যাচ্ছিলাম, আপ্লুত হলাম। আমাদের দেশের তরফ থেকে আপনার অভিনন্দন গ্রহণ করলাম। কিন্তু গোটা দেশের প্রতিনিধিত্ব করা কি খুব বড় একটা ধৃষ্টতা নয় ? মোহিনী চৌধুরী হয়তো অনেককেই এমন একই মেসেজ করেছে। সবাই এই দেশের প্রতিনিধি। তাই খুব ছোটো করে লিখলাম, “ভীষণ ভালো লাগলো। খুব আনন্দ পেলাম। আপনিও শুভেচ্ছা নেবেন।” লিখেই মনে হলো এই দিনটা মোহিনীরও স্বাধীনতা দিবস হতে পারতো। ওর দাদুর বাস ছিলো হাওড়ার একটা গ্রামে। দেশ ভাগ হবার পর তিনি বাড়ি জমি সব বিক্রি করে পরিবার সহ তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে যান। আবার আজকের দিনটা আমার কাছেও স্বাধীনতা দিবস নাও হতে পারতো যদি না আমার দাদু দেশভাগের পর একইভাবে ঢাকা ছেড়ে চলে আসতেন। আমাদের পুর্বপুরুষেরা দেশ বদল করেছেন। আমরা এখন সেই বদলানো দেশের প্রতিনিধি।
মেসেজ পৌঁছানোর সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো, “আজ থেকে পঁচাত্তর বছর আগে এই সময় আপনাদের দেশে স্বাধীন ভারতবর্ষের পতাকা উঠেছিলো। সারা দেশে তখন স্বাধীন হবার আনন্দ। সেটা তখন আমার দাদুরও দেশ ছিলো। সেই দিনের আনন্দ তিনি উপভোগ করেছিলেন। রাত বারোটার পর সারা উঠোন আলোকিত করতে তিনি উঠোন জুড়ে প্রচুর প্রদীপ জ্বালিয়েছিলেন। প্রতিটা প্রদীপ মাটি দিয়ে নিজের হাতে তৈরী করা।”
এবার কি আমার বলা উচিৎ, আমার দাদু সেটা উপভোগ করতে পারেননি। তিনি ওই মুহূর্ত থেকেই একই মাটিতে থেকেও অন্য একটা দেশের বাসিন্দা হয়ে যান। জল, মাটি, পাখির ডাক সব এক ছিলো শুধু দেশের নাম বদলে যায়। এটাও বলতে পারলাম না। বললাম, “আজ আপনাদেরও একটা শোকের দিন৷ বঙ্গবন্ধুর মৃত্যুদিন।”
মোহিনী কিছু লিখলো না। শুধু একটা কান্নার ইমোজি পাঠালো। আমি আবার মেসেজ করলাম, “দিনটা আমাদের দুই দেশের কাছেই খুব গুরুত্বপূর্ণ। আজ এক দেশে আনন্দ আর এক দেশে বেদনার ছায়া। আর এই আনন্দ বেদনা দুটোই দুই দেশের স্বাধীনতার সঙ্গে যুক্ত।”
আর কোনো রিপ্লাই এলো না। মেসেজ সিনও হলো না। সম্ভবত মোহিনী অফ হয়ে গেলো এইমাত্র৷ রাত সাড়ে বারোটা পার হয়ে গেছে। আমি বিছানা উঠে পড়লাম। ঘর থেকে বাইরে এলাম। আমার সামনে উঠোন। এই উঠোনেই পঁচাত্তর বছর আগে আজকের দিনে মোহিনীর দাদু প্রদীপ জ্বালিয়েছিলেন। বাড়িটার অনেক পরিবর্তন হলেও উঠোনটা সেই আগের মতোই আছে।
নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত ।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
ঈদ মোবারক

ঈদ মোবারক

আশিক মাহমুদ রিয়াদ বাতাসে বইছে দেখো আজ পবিত্রতার স্নিগ্ধতা আকাশে ফকফকে সূর্য, পাতা ঝিলমিল করা পত্রপল্লবি আজ এসেছে খুশির দিন, চারদিকে আনন্দের হিড়িক বিভেদ ভুলে ...
শহর ছেড়ে পালিয়ে

শহর ছেড়ে পালিয়ে

আশিক মাহমুদ রিয়াদ তোমাদের জীবন স্রোতের পিচঢালা রাস্তঘাট, শহুরে লেকের শ্যাওলাকে একটি প্রশ্ন করি! এ শহর কি শুধুই তাদের? এ শহর কি শুধুই ঘাতের? এ ...
কাজল কৌটা

কাজল কৌটা

অর্না খান সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।উঠানে আশেপাশের ছেলে-মেয়েরা বৃষ্টিতে ভিঁজে লাফালাফি করে উঠান কাঁদায় মেখে ফেলেছে।রেশমা বারান্দার বসে আছে।বৃষ্টিতে পা ভিঁজে যাচ্ছে। বাচ্চাদের ...
'হাওয়া' ফুল মুভি রিভিউ

‘হাওয়া’ ফুল মুভি রিভিউ

লেখা – আশিক মাহমুদ রিয়াদ  বাংলাদেশী সিনেমার পালে এক টুকরো হাওয়া দিয়েছে যে সিনেমাটি তার নাম ‘হাওয়া’। সিনেমাটির সাদা সাদা কালাকালা গানটি ভাইরাল হওয়ার পর ...
তটিনী ও নিহা সম্পর্কে কি কিছু হন?

তটিনী ও নিহা সম্পর্কে কি কিছু হন?

সিনেমানামা ডেস্ক আপনারা কি কখনো নাজনিন নিহা এবং তটিনীকে গুলিয়ে ফেলেছেন? অনেকেই হয়ত ফেলেছেন। কারণ বাংলাদেশের ছোট পর্দায় যে সকল তরুন তুর্কী আলো ছড়াচ্ছেন তাদের ...
স্বপ্ন- সিঞ্চন কুমার

স্বপ্ন- সিঞ্চন কুমার

সিঞ্চন কুমার রোদ ফুটে আকাশ ছাপিয়েছে চালাময় সংসারে ব্যস্ত আগুন রাতের শ্বাস গিলে নিয়েছে পাখিটা দিনের শুরুতে কত রঙের ছাউনি তৃপ্ত শান্ত সবুজ কলিজায় মাংসের হাড়ে ...