আশিক মাহমুদ রিয়াদ
আমার ভালবাসা,
আমি যখন তোমার চোখের দিকে তাকাই,
আমি অনুভব করি যে আগুনের গভীরে জ্বলছে।
তোমার স্পর্শ আমার মধ্যে একটি শিখা জ্বালায়,
এ আবেগ আমি লুকাতে পারি না।
তোমার প্রতিটি কথার শব্দে
যেভাবে দোলে তোমার ঠোট,
যেভাবে তোমার গালে ফোঁটে হাসির রেখা,
অথবা যে রাতে আমার রাগে
রাঙে তোমার ক্রোধ।
সে রাতেই আমি তোমাকে বশ করতে চাই
মৃদু স্পন্দনের প্রত্যেকটি সীমারেখায়
যে ক্ষোভে জাগে সাওতালী ক্ষোভ
রঙবদলায় কৃকলাস অথবা,
দোলা তোমার দেহের সাথে আমার দেহ!
আমার হার্ট রেসিং সেট করে, প্রণয়ের গতিতে এত দ্রুত।
তোমার সৌন্দর্য আমার নিঃশ্বাস কেড়ে নেয়,
আমি তোমার প্রেমে আসক্ত, কি বলবো?
আপনার শরীর, মিশে আছে মৃগনাভীর তৃপ্ত ঘ্রাণ
যে ঘ্রাণ আমায় সম্মোহিত করে।
তোমার প্রতিটি স্পর্শ,
প্রত্যেকটি চুম্বন, মুহুর্তে হারিয়ে যাই
তোমার ঘন নিশ্বাস,
মিষ্টি নেশার মত,
যে মাদকে বশ হয়েছি আমি
এলএসডি কিংবা ডেভিল ব্রেথ নয়
ঘুম কাতুরে তোমার ঘন নিশ্বাসের বেড়াজালে
প্রিয়তমা,
তোমার হৃদস্পন্দনে,
সোহাগের তপ্ত অনুরাগে!
পিচাঁশী ক্ষোভ কিংবা রিক্ত প্রেমের তিক্ততায়
আমি তোমাকে শান্ত করতে চাই,
আমার নিঃশ্বাস তোমার কানের আশেপাশে
বার বার ঘুরে বেড়ায়, অদ্ভুত সম্মোহনের
শান্তি শেকড়ের উত্তপ্ত যন্ত্রণায়।’
🔴 আরও শুনুন হট (১৮+) রোমান্টিক ভালোবাসার গল্প-
https://www.youtube.com/watch?v=Ya1u8a-ZX0M&t=152s