অশোক কুমার পাইক
এসো, এসো হে অনিন্দ সুন্দর বরষ,
প্রফুল্ল চেতনায় জাগ্রত হোক হরষ;
জীর্ণ জীবন আলোকিত করো তুমি
সুমধুর আলিঙ্গনে ফুল্ল আননে চুমি l
দীর্ঘ প্রতীক্ষায় প্রহর গোনে বিশ্ববাসী,
মুমূর্ষ প্রাণের ব্যর্থ রোদন তারা নাশি,
একুশের ইতিহাসের সাক্ষ্য বহন করে
আশঙ্খা, উদগ্রীব, ভয়ার্ত জীবন ঘরে !
অপরূপ সুন্দর বেশে শুভাশুভ নিয়ে
ঐ তারকাখচিত বর্ণময় জীবন দিয়ে–
উজ্জ্বল অলৌকিক বিস্তীর্ণ ঘটনাবলী
দীপ্ত অলোকে প্রকাশ করো দীর্ন দলি l
বিপর্যয়, মহামারীর করাল হাতছানি
কুড়ি, একুশ সাল নির্মম নির্দয় জানি,
বিধ্বস্ত করেছে জীবন ধ্বংস লীলায়
নিষ্ঠুর প্রতিবিম্ব বিশ্বের মরণ খেলায় !
হে নূতন বরষ, তব করুণাধারা ঢালি
সার্থক জীবন দাও, অমৃতময় খালি,
দুঃখ বিলাপ, বিরহ যন্ত্রনা নয় ধরায়,
বাইশ সালে দুরন্ত গৌরব যেন ছড়ায় l
দক্ষিণ ২৪পরগণা, পশ্চিমবঙ্গ, ভারত ।