© সর্বস্বত্ত্ব সংরক্ষিত ছাইলিপি.কম ২০২৪
ফেব্রুয়ারি ২০২৪/ চতুর্থ সংস্করণ
একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি বাঙালী জাতীর গৌরবের দিন৷ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? যে ভাষার জন্য এতগুলো প্রাণ হলো বলিদান তাদের কি আমরা কভু ভুলতে পারি? প্রতি বছর এই দিনটি আসলেই বাংলাভাষাভাষী মানুষদের হৃদয়ে নাড়া দেয় ভাই হারানোর বেদনা৷ একুশে ফেব্রুয়ারী ভাষার জন্য প্রাণ বিসর্জন দেওয়া শহিদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তাদেরকে উৎসর্গ করে ছাইলিপির একুশে ফেব্রুয়ারীর কবিতা আয়োজন।
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত ছাইলিপি.কম ২০২৪
ফেব্রুয়ারি ২০২৪/ চতুর্থ সংস্করণ