একুশে ফেব্রুয়ারি কবিতাএকুশের কবিতাপ্রথম পাতাসর্বশেষ

প্রতিদিন ফেব্রুয়ারির সাথে কথা বলি

গোবিন্দলাল হালদার

আমাদের বুকে আছে- মোছেনি. রেড অক্সাইড প্রলেপ।

সোনারা মুষ্ঠিবদ্ধ হাতে রাজপথে প্রতিবাদ করেছিলো
সোনারা শহিদ মিনারে কংক্রিটের বুকে বুক রেখে ঘুমায়
সোনারা গান গায়, ‘ও আমার দেশের মাটি তোমার বুকে…

সোনারা রক্ত পলাশ শিমুল আর মোরগ জবা ফুলে মিশে আছে
সোনারা বুকে এঁকে মানচিত্র,মিনারের গায়
প্রতীক সূর্যে প্রতিদিন কথা বলে।

আমার সোনারই তো ফেব্রুয়ারি ;
আমি প্রতিদিন ফেব্রুয়ারির সাথে কথা বলি।
সোনাদের সাথে কথা বলে দোয়েল শ্যামা টুনটুনি মুনিয়া কাকাতোয়া
কথা বলে পাহাড়ের ঝর্ণাধারা নদীর উৎফুল্ল ঢেউ
সবুজ প্রকৃতি দিগন্ত মাঠ বৃক্ষলতা আকাশ বাতাস
সোনাদের সাথে কথা বলি আমরা —’আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…

চরপাড়া, বেড়া, পাবনা।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]