একুশে ফেব্রুয়ারি কবিতাএকুশের কবিতাকবিতাপ্রথম পাতাসর্বশেষ

শহীদ

ক্ষুদিরাম নস্কর

যে দুপুরে ঘুম আসে না অসহ্য ডাক কুহু,
উথলে ওঠে ঢেউ সমুদ্র বুকের মাঝে হু হু।
সেই দুপুরে পড়লো ঝরে শিমুল,পাকুড়,পলাশ,
জানতো কি মা দিনের শেষে ফিরবে ছেলের লাশ!

মা মানে তো মাতৃভূমি, বাংলা মাতৃভাষা
যার হৃদয়ে লালিত হয় নতুন দিনের আশা।
স্বপ্ন নিয়ে সন্ধ্যা আসে জোসনা আঁধার রাতে
নতুন আলোয় উদ্ভাসিত পুবের প্রতি প্রাতে।

অত্যাচারী শাসক যতই চাপাক মনের আশা
কেউ কি পারে ভুলে যেতে নিজের মাতৃভাষা?
সবুজ পাহাড় শির উঁচিয়ে জানায় জবাব তারি,
রক্তে সাগর যাক বয়ে যাক হারতে কি তাই পারি?

একুশ এলেই শহীদ বেদী সাজে মালায় ফুলে
ভাষার জন্য এই প্রতিদান যাইনি তা কেউ ভুলে
আমার কাছে যেমন আমার মা ও মাতৃভুমি
ভাষার জন্য জীবন দেওয়া তেমন শহীদ তুমি।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]