একুশে ফেব্রুয়ারি কবিতাএকুশের কবিতাকবিতাপ্রথম পাতাসর্বশেষ

স্বপ্নভ্রুণ

আদ্যনাথ ঘোষ

বোধের প্রান্তর যদি ফেটে পড়ে মিছিলের পেটে
তবে কি জন্ম জমিন মুক্তি খোঁজে বাঁচার আশায়?
কিম্বা শিশুমুখ ধ্বনি, জন্মজল ফেণামুখ ঢেউ,
শুভ্র আঁচলের মুখ- অম্লজান হয়ে বেঁচে রয়
আলোধোয়া শ্বাস আর প্রশ্বাসের ঢেউয়ের ভিতর।
এরাও কি জননীর চেতনার ভ্রুণের ফসল?
না কি বাংলার অক্ষরে রক্তের মহিমার বুদবুদ!
যেখানেতে ভাষা পায় ভেসেওঠা রঙিন প্রভাত।
যদি জননীর মুখ পৃথিবীর কোলের উপর
হাসে আর বাঁচে তবে কি পৃথিবীর অমৃত সুধা
ছড়িয়ে পড়ে সৃষ্টির নিরন্তর রঙমাখা উৎসবে!
তবুও জীবন খোঁজে জীবনের বাঙময় পিয়াস।
 
শালগাড়ীয়া (গোডাউনপাড়া), পাবনা, বাংলাদেশ ।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]