মনবাউল দিনশেষে মাধুকরিতে
প্রণিপাত হাটুমুডে- – মহাভিক্ষু
দাও অহংকার ভিক্ষা-
সুদীর্ঘ তাপদাহ শেষে মৃদু মন্থর বাতাসে
থাকুক আমন্ত্রণ -ভালোবাসার
যেন মেলে সে পূর্ণ কলস অমূল্য খনি
অতল অপার সুধারসে-
চমক লাগায় অমৃত লোভায় -ভোরের শিশির
ঝুলি বুঝি উপচে এবার মানস লতায়-
ভবতি ভিক্ষাং দেহি
মহা-অমৃত ভিক্ষাং দে