আমরা শোকাহত,
হে মুজিব তোমার জন্য শোকাহত
তুমি ছিলে স্বাধীন বাংলার উদ্দীপ্ত সূর্য।
তুমি ছিলে হাজার বাঙালির শ্রেষ্ঠ নেতা,
তুমি ছিলে বাংলা মায়ের বুক ভরা হা হা কারের একমাত্র শান্তনাদাতা।
তোমার জন্য সারা বাংলা শোকাহত,
মুজিব তোমার জন্য বিশ্ব শোকাহত।
হে মুজিব তুমি রবে মোর মনে,
তুমি রবে অনাগত শিশুর হৃদয় জুড়ে।
আজ লাল সবুজের উরন্ত পতাকা তোমার রেখে যাওয়া অবদান,
বাংলার মানুষ হাজার বছরেও ভুলবেনা তোমার এই ঋণ
তুমি ছিলে ৬ দফা আন্দোলনের পথ,
করেছিলে ৭কোটি বাঙালির মুক্তির শপথ।
কোথায় পাবো
তোমারে মুজিব।
২৫ শে মার্চ প্রথম প্রহরে হানাদারের হাতে হয়েছো কারাবন্দী,
অন্যায়ের সাথে করোনি আপোষ
করোনি শত্রুর সাথে সন্ধি।
জোর গলায় করেছো তুমি
স্বাধীনতার ঘোষণা,
শত অত্যাচারেও কন্ঠে ছিল
জয় বাংলা, জয় বাংলা,জয় বাংলা।
কোথায় পাবো এমন নেতা,
কোথায় পাবো জাতির পিতা।
৭৫ রের ১৫ ই আগষ্ট সেই অন্ধকারে রাত,
শত্রুর কালো দংশনে বাঙালির পিতাকে করেছে বিষাদ।
ক্ষান্ত থাকেনি তোমাকে মেরে,
মেরেছে পরিবারকে
মেরেছে ছোট্ট রাসেলকে।
বুঝলোনা হায়নার দল কাকে মারিবো,
তার জন্যে গর্বিত বিশ্ব দরবারে বাংলার জনগন
পতাকার দিকে তাকালে মনে পড়ে তোমার কথা,
বঙ্গবন্ধু তুমি ছিলে বাংলার স্বাধীন নেতা।
এমন মুজিব কোথায় পাবো নেই কোন শান্তনা।
হাজার সালাম তোমার তরে হে মুজিব৷
তুমি ছিলে,তুমি আছো,তুমি বরে
বাঙালির হৃদয় জুড়ে।