আমরা শোকাহত

আমরা শোকাহত

সাদিয়া সাদি

আমরা শোকাহত,
হে মুজিব তোমার জন্য শোকাহত
তুমি ছিলে স্বাধীন বাংলার উদ্দীপ্ত সূর্য।

তুমি ছিলে হাজার বাঙালির শ্রেষ্ঠ নেতা,
তুমি ছিলে বাংলা মায়ের বুক ভরা হা হা  কারের একমাত্র  শান্তনাদাতা।

তোমার জন্য সারা বাংলা শোকাহত,
মুজিব তোমার জন্য বিশ্ব শোকাহত।
হে মুজিব তুমি রবে মোর মনে,
তুমি রবে অনাগত শিশুর হৃদয় জুড়ে।

আজ লাল সবুজের উরন্ত পতাকা তোমার রেখে যাওয়া  অবদান,
বাংলার মানুষ হাজার বছরেও ভুলবেনা তোমার এই ঋণ

তুমি ছিলে ৬ দফা আন্দোলনের পথ,
করেছিলে ৭কোটি বাঙালির মুক্তির শপথ।

কোথায় পাবো
তোমারে মুজিব।

২৫ শে মার্চ প্রথম প্রহরে হানাদারের হাতে হয়েছো কারাবন্দী,
অন্যায়ের সাথে করোনি আপোষ
করোনি শত্রুর সাথে সন্ধি।

জোর গলায় করেছো তুমি
স্বাধীনতার ঘোষণা,
শত অত্যাচারেও কন্ঠে ছিল
জয় বাংলা, জয় বাংলা,জয় বাংলা।

কোথায় পাবো এমন নেতা,
কোথায় পাবো জাতির পিতা।

৭৫ রের ১৫ ই আগষ্ট সেই অন্ধকারে রাত,
শত্রুর কালো দংশনে বাঙালির পিতাকে করেছে বিষাদ।

ক্ষান্ত থাকেনি তোমাকে মেরে,
মেরেছে পরিবারকে
মেরেছে ছোট্ট রাসেলকে।

বুঝলোনা হায়নার দল কাকে মারিবো,
তার জন্যে গর্বিত বিশ্ব দরবারে বাংলার জনগন

পতাকার দিকে তাকালে মনে পড়ে তোমার কথা,
বঙ্গবন্ধু তুমি ছিলে বাংলার স্বাধীন নেতা।
এমন মুজিব কোথায় পাবো নেই কোন শান্তনা।

হাজার সালাম তোমার তরে হে মুজিব৷
তুমি ছিলে,তুমি আছো,তুমি বরে
বাঙালির হৃদয় জুড়ে।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
প্রেমের গল্প - ওড়না

প্রেমের গল্প – ওড়না

জোবায়ের রাজু মেজো মামার মেয়ে লামিয়া আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। ওর প্রোফাইল পিকচার দেখে আমি তো অবাক। লামিয়া এতো বড় হয়ে গেল! অবশ্য অনেক ...
খুশির ঈদ

খুশির ঈদ

কার্ত্তিক মণ্ডল আকাশের বুকে যখন একফালি চা‍ঁদ হাসে ঈদের খুশির জোয়ারে নতুন সকাল ভাসে। কোলাকুলি আর শুভেচ্ছার চলে বিনিময় সুখ শান্তি সোহাগ ত‍্যাগের মিষ্টি বাতাস ...
ঈদ এলো: ঈদ মোবারক

ঈদ এলো: ঈদ মোবারক

লুনা রাহনুমা মস্ত বড় আকাশটাতে চাঁদ উঠেছে কাস্তে সরু সোনার মতো ঝলমলে নয়, রুপার মতো মিহি পুরু। ছেলে বুড়ো বেজায় খুশি, দেখা গেছে চাঁদের হাসি ...
নামহীন কিংবা নামহীনতা

নামহীন কিংবা নামহীনতা

 আহাদ বিন আসলাম  এই শহরে শব্দোল্লাস ঢেকে যায় নাগরিক ক্লান্তিতে, প্রতি পাতায় লেখা হয় নানারকম অপ্রাপ্তির অনুচ্ছেদ। গল্পের ব্যবচ্ছেদে হাতড়ে পাওয়া যায় না সুখের ছিটেফোটা- ...
তোমায় অন্যরকম ভেবেছিলাম

তোমায় অন্যরকম ভেবেছিলাম

  তুলিকা আদিত্য   এরকম করে কথা বলছ কেন? কি হয়েছে? তুমি এরকম করে তো কথা বলোনা! বেশ কয়েকদিন ধরেই দেখছি তুমি আমাকে এড়িয়ে চলছো ! ...
অয়োময়

অয়োময়

জোবায়ের রাজু এক সময়ে অধিক সম্পত্তির মালিক ছিলেন আজিজুর রহমান। এখন আর কোনো কিছু অবশিষ্ট নেই। সারাবছর যে ভাইদের পড়ালেখার খরচ আর সুখ শান্তির পেছনে ...