অজ্ঞাতনামা

অজ্ঞাতনামা

আশিক মাহমুদ রিয়াদ  

 

অজ্ঞাতনামা গল্পগুলো কাঁদে শিরোনাম না পাওয়ার আক্ষেপে!
পথে পড়ে থাকা শুকিয়ে যাওয়া ফুলগুলো নির্বাক মুখে তাকিয়ে রয়;
কেউ যদি এবার কুড়িয়ে নেয়!
টিনের চালের ফু্ঁটো দিয়ে চাঁদকে মেঘের মধ্যে বিসর্জন দিতে দেখে শেষ বয়সের বৃদ্ধ!
ক্ষুধা মেটে না;পৃথিবী ঘুরে যায়, হয় না রুদ্ধ।
ধরণিতে ঘুরে ফিরে অভিশাপ আসে-
পাপ-পূন্যের হিসেবে হাসে শোষণ-দূষণ
এই সমাজ;এই অভিশাপ; এই বাস্তবতা!
আড়ালে দীর্ঘশ্বাস ফেলে শুদ্ধ!
পূন্য আজ অভিশাপের কাঠগড়ায় ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত!

 

ক্ষোভের আগুনে মাটির তল্লাটে টেকটনিক প্লেটের হরতাল,
হয় কোন্দল,সংঘর্ষ!
মানবতার পিঠে চড় মেরে জেগে ওঠে সুপ্ত আগ্নেয়গিরি
পাপের চূড়ায় শয়তান বেয়ে ওঠে সিড়ি
চুপ থাকে মহাকাশ, কখনো কখনো ক্ষুদ্র পৃথিবীর বুকে ধেয়ে আসে ধ্বংসযোগ্য।

 

গাছগুলো মরে যায়,সুর্য অভিশাপ দেয়।
সমুদ্র হাহাকরে করে দূঃখের বানভাসায়।
পাহাড় বলে, মেঘ তুমি মানুষ নও!
তুমি মেঘ গলে যাও, বৃষ্টি ঝড়াও।

 

মানুষ তুমি বড় অসহায়,
মানুষ তুমি নিজের মৃতদেহের উপরে নৃত্যলীলায় মেতে ওঠো।
মানুষ তোমার মেরুদন্ড নামে শিরদাঁড়া পাপড়ির চেয়েও নরম।
মানুষ তুমি ধ্বংসযোগ্যে হাহাকার করো!
তুমিই মানুষ, তুমিই অমানুষ,
তুমি ধ্বংসাবসেসে উচ্ছ্বসিত ক্ষুদ্র এক শুক্রাণু।

এই তল্লাট খেকো সৃষ্টির সেরা জীব
কখন কখনো তল্লাট খেকো কীট!
তুমি মানুষ নও, তুমি ধ্বংসযোগ্য
তল্লাটে ঘুরে বেড়ায় অভিশাপ; এই কবিতার শিরোনাম নেই!
এই কবিতার নাম অজ্ঞাতনামা!

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
নৈশভোজ | দীর্ঘ কবিতা | সাপ্তাহিক স্রোত

নৈশভোজ | দীর্ঘ কবিতা | সাপ্তাহিক স্রোত

I প্রিয় রহমান আতাউর    অঘ্রানের শীতে- রাতের আহারশেষে আরাম কেদারায় বসে – ঘামতে থাকেন কবি। সামান্যই খেয়েছিলেন কাকরোল ভাজি ও বাঁশমতি চালের ভাত – ...
সৌরভময় পল্লবিত শেখ মুজিব

সৌরভময় পল্লবিত শেখ মুজিব

মেহেদী হাসান যখন ঝড়-ঝঞ্জার মহাপ্লাবনে প্লাবিত এই দেশ, অবহেলা-বঞ্চনার আঘাতে কাতর জনগণ, তুমি হিমালয় বুকে রুখেছো সব বাধার দেয়াল। হয়েছো হতভাগা এই জাতির কাণ্ডারী। যখন ...
১০ লেখককে সম্মাননা দিল অনুপ্রাণন প্রকাশন

১০ লেখককে সম্মাননা দিল অনুপ্রাণন প্রকাশন

শফিক হাসান পাণ্ডুলিপি প্রতিযোগিতায় বিজয়ী দশজন লেখককে পুরস্কৃত করল অবাণিজ্যিক সৃজনশীল প্রকাশনা অনুপ্রাণন প্রকাশন। গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলা একাডেমির অমর একুশে বইমেলার মোড়ক উন্মোচন ...
এবার মরু: শেষ পর্ব

এবার মরু: শেষ পর্ব

গৌতম সরকার সব শুরুরই শেষ থাকে, নিয়মের নিগড়ে আমাদের ট্যুরও শেষ হল। ট্যুরটা খুব উপভোগ্য হল বলতে ভালো লাগছে, কারণ আমরা বাঙালিরা যেকোনো ট্যুরকে উপভোগ্য ...
ছোটগল্প-  বিভ্রান্ত পথিক

ছোটগল্প- বিভ্রান্ত পথিক

 সৌর শাইন গল্পটা ইমরান হাফিজ ও তার স্ত্রী ফাতেমার দীর্ঘ দ্বন্দ্ব নিয়ে। অন্ধকারে থাকা চোখ হঠাৎ আলো মানিয়ে নিতে পারে না। আচমকা আলোর ঝাপ্টা সৃষ্টি ...
 ছড়া-খেলবো হেসে

 ছড়া-খেলবো হেসে

উজ্জ্বল মহান্ত     ট্রিং ব্রিং ছুটছে ফড়িং  শস্য খতের মাঠে। গালফুলিয়ে হেসে দুলে খেলতে যাই ঘাটে।   চিল উড়ে বিল ছেড়ে উড়ে আকাশে ঘুড়ি ...