অজ্ঞাতনামা

অজ্ঞাতনামা
অজ্ঞাতনামা

আশিক মাহমুদ রিয়াদ  

 

অজ্ঞাতনামা গল্পগুলো কাঁদে শিরোনাম না পাওয়ার আক্ষেপে!
পথে পড়ে থাকা শুকিয়ে যাওয়া ফুলগুলো নির্বাক মুখে তাকিয়ে রয়;
কেউ যদি এবার কুড়িয়ে নেয়!
টিনের চালের ফু্ঁটো দিয়ে চাঁদকে মেঘের মধ্যে বিসর্জন দিতে দেখে শেষ বয়সের বৃদ্ধ!
ক্ষুধা মেটে না;পৃথিবী ঘুরে যায়, হয় না রুদ্ধ।
ধরণিতে ঘুরে ফিরে অভিশাপ আসে-
পাপ-পূন্যের হিসেবে হাসে শোষণ-দূষণ
এই সমাজ;এই অভিশাপ; এই বাস্তবতা!
আড়ালে দীর্ঘশ্বাস ফেলে শুদ্ধ!
পূন্য আজ অভিশাপের কাঠগড়ায় ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত!

 

ক্ষোভের আগুনে মাটির তল্লাটে টেকটনিক প্লেটের হরতাল,
হয় কোন্দল,সংঘর্ষ!
মানবতার পিঠে চড় মেরে জেগে ওঠে সুপ্ত আগ্নেয়গিরি
পাপের চূড়ায় শয়তান বেয়ে ওঠে সিড়ি
চুপ থাকে মহাকাশ, কখনো কখনো ক্ষুদ্র পৃথিবীর বুকে ধেয়ে আসে ধ্বংসযোগ্য।

 

গাছগুলো মরে যায়,সুর্য অভিশাপ দেয়।
সমুদ্র হাহাকরে করে দূঃখের বানভাসায়।
পাহাড় বলে, মেঘ তুমি মানুষ নও!
তুমি মেঘ গলে যাও, বৃষ্টি ঝড়াও।

 

মানুষ তুমি বড় অসহায়,
মানুষ তুমি নিজের মৃতদেহের উপরে নৃত্যলীলায় মেতে ওঠো।
মানুষ তোমার মেরুদন্ড নামে শিরদাঁড়া পাপড়ির চেয়েও নরম।
মানুষ তুমি ধ্বংসযোগ্যে হাহাকার করো!
তুমিই মানুষ, তুমিই অমানুষ,
তুমি ধ্বংসাবসেসে উচ্ছ্বসিত ক্ষুদ্র এক শুক্রাণু।

এই তল্লাট খেকো সৃষ্টির সেরা জীব
কখন কখনো তল্লাট খেকো কীট!
তুমি মানুষ নও, তুমি ধ্বংসযোগ্য
তল্লাটে ঘুরে বেড়ায় অভিশাপ; এই কবিতার শিরোনাম নেই!
এই কবিতার নাম অজ্ঞাতনামা!

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
খাদ - নিখাদ [প্রাপ্ত বয়স্কদের গল্প]

খাদ – নিখাদ [প্রাপ্ত বয়স্কদের গল্প]

আশিক মাহমুদ রিয়াদ গল্পগুলো এমনই, আঠারো প্লাস গল্পের নাম কিংবা ব্যপার স্যাপারের সাথে পরিচয় হয়েছে ছোটবেলা থেকেই। তবে এই গল্পগুলো ভিন্ন ভাবে লেখার চেষ্টা করেছেন ...
অতলের ডায়েরি

অতলের ডায়েরি

অনঞ্জন হে নীল সমুদ্রের পাতাল ঘোর বিষণ্ণ করো তোমাদের অন্ধকারে মৃত বিবেকের ছায়াটাই সম্বল কাঙাল শূন্য-বাতাসেই কড়া নাড়ে। শব্দ যখন শব্দকে খোবলায় দারুণ লজ্জা চেটে নেয় যত পাপ বাহারি সুখের স্বপ্নের আহ্বান তলিয়ে যাওয়ার সীমানাও মুছে যাক। পাপ যেমন নরকে মিশে যায় অমোঘ লীন হয় অসীমের নিঃশ্বাসে দৃষ্টির স্রোতে দিগন্ত ছলকায় সময় পার হয় পথিকের আশ্বাসে। বিষণ্ণ চোখে আগুণ খেলা করে আগুণের আছে নিজস্ব প্রতিশোধ ঝড়ের দাপটে শিবকে দোষী করো অতটাই তুমি অতটাই নির্বোধ।
গল্প : অচেনা অতিথি

গল্প : অচেনা অতিথি

জোবায়ের রাজু   মাগরিবের পর পরই বাবা বৃষ্টির জলে কাকভেজা হয়ে বাসায় ফিরলেন। বিকেলে বের হবার আগে মা কত করে বললেন তিন মাস আগে মারা ...
অপরাজিতা তুমি

অপরাজিতা তুমি

ছাইলিপির গল্পপাঠ সেগমেন্টে আপনাকে স্বাগত জানাই। আজ পাঠ করছি কিশোর প্রেমের গল্প – ‘অপরাজিতা তুমি’ গল্পটি লিখেছেন – আশিক মাহ মুদ রিয়াদ। পাঠ করছি আমি ...
বর্ণমালার ফুল

বর্ণমালার ফুল

বর্ণমালার ফুল মায়ের কন্ঠ বাজেয়াপ্ত ঘোষণা করে সেই বর্গি দানব, সাথে সাথে শুরু হয় সংক্রুদ্ধ সন্তানদের আগুন মিছিল ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’- ঢেউ তোলে ঢাকার রাজপথ তারপর ...
কেউ পারিনি ওপারে যেতে

কেউ পারিনি ওপারে যেতে

ইব্রাহিম বিশ্বাস সারা রাত জেগে জেগে আমি কাদের আনাগুনা দেখি ওরা কারা ? সবার কাঁধে কাঁধে লাশ হাঁটতে হাঁটতে ক্লান্ত নদীর কিনারায় এসে দাঁড়িয়েছে মৌ ...
Scroll to Top