অজ্ঞাতনামা

অজ্ঞাতনামা
অজ্ঞাতনামা

আশিক মাহমুদ রিয়াদ  

 

অজ্ঞাতনামা গল্পগুলো কাঁদে শিরোনাম না পাওয়ার আক্ষেপে!
পথে পড়ে থাকা শুকিয়ে যাওয়া ফুলগুলো নির্বাক মুখে তাকিয়ে রয়;
কেউ যদি এবার কুড়িয়ে নেয়!
টিনের চালের ফু্ঁটো দিয়ে চাঁদকে মেঘের মধ্যে বিসর্জন দিতে দেখে শেষ বয়সের বৃদ্ধ!
ক্ষুধা মেটে না;পৃথিবী ঘুরে যায়, হয় না রুদ্ধ।
ধরণিতে ঘুরে ফিরে অভিশাপ আসে-
পাপ-পূন্যের হিসেবে হাসে শোষণ-দূষণ
এই সমাজ;এই অভিশাপ; এই বাস্তবতা!
আড়ালে দীর্ঘশ্বাস ফেলে শুদ্ধ!
পূন্য আজ অভিশাপের কাঠগড়ায় ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত!

 

ক্ষোভের আগুনে মাটির তল্লাটে টেকটনিক প্লেটের হরতাল,
হয় কোন্দল,সংঘর্ষ!
মানবতার পিঠে চড় মেরে জেগে ওঠে সুপ্ত আগ্নেয়গিরি
পাপের চূড়ায় শয়তান বেয়ে ওঠে সিড়ি
চুপ থাকে মহাকাশ, কখনো কখনো ক্ষুদ্র পৃথিবীর বুকে ধেয়ে আসে ধ্বংসযোগ্য।

 

গাছগুলো মরে যায়,সুর্য অভিশাপ দেয়।
সমুদ্র হাহাকরে করে দূঃখের বানভাসায়।
পাহাড় বলে, মেঘ তুমি মানুষ নও!
তুমি মেঘ গলে যাও, বৃষ্টি ঝড়াও।

 

মানুষ তুমি বড় অসহায়,
মানুষ তুমি নিজের মৃতদেহের উপরে নৃত্যলীলায় মেতে ওঠো।
মানুষ তোমার মেরুদন্ড নামে শিরদাঁড়া পাপড়ির চেয়েও নরম।
মানুষ তুমি ধ্বংসযোগ্যে হাহাকার করো!
তুমিই মানুষ, তুমিই অমানুষ,
তুমি ধ্বংসাবসেসে উচ্ছ্বসিত ক্ষুদ্র এক শুক্রাণু।

এই তল্লাট খেকো সৃষ্টির সেরা জীব
কখন কখনো তল্লাট খেকো কীট!
তুমি মানুষ নও, তুমি ধ্বংসযোগ্য
তল্লাটে ঘুরে বেড়ায় অভিশাপ; এই কবিতার শিরোনাম নেই!
এই কবিতার নাম অজ্ঞাতনামা!

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
জোবায়ের রাজুর দুটি গল্প

জোবায়ের রাজুর দুটি গল্প

অকৃজ্ঞ  রিনা খালাকে মাঝে মাঝে আমার আধা পাগল মনে হয়। মাঝে মাঝে কি সব অদ্ভুত আচরন করেন। এ বয়সে তার নাকি শখ হল নাচ শেখার। ...
বঞ্চিত চিত্রকরদের নতুন ছবি- মহীতোষ গায়েন

বঞ্চিত চিত্রকরদের নতুন ছবি- মহীতোষ গায়েন

 মহীতোষ গায়েন রংতুলি সব হারিয়ে গেছে তবুও কষ্ট এঁকেছি চিত্রপটে,সব দু:খগুলো একটু একটু করে রঙিন হবে,তারপর একদিন নিলাম হবে,চড়া দরে বিকোবে চিত্রপট। আস্তিন গুটিয়ে নিয়েছে ...
Technology Changed My Life. Here’s My Story

Technology Changed My Life. Here’s My Story

Cursus iaculis etiam in In nullam donec sem sed consequat scelerisque nibh amet, massa egestas risus, gravida vel amet, imperdiet volutpat rutrum sociis quis velit, ...
 প্রিন্সেস । অণুগল্প ।সুমন্ত আশরাফ

 প্রিন্সেস । অণুগল্প ।সুমন্ত আশরাফ

।সুমন্ত আশরাফ   “এক্সকিউজ  মি?  হ্যালো?” আমি রাস্তার একপাশে দাড়িয়ে কয়েকজন বন্ধু মিলে কি যেন একটা বিষয় নিয়ে আলাপ করছি। হঠাৎ শুনতে পেলাম কথাটা। অজান্তেই ...
ইউটিউমার ওয়েবফিল্ম রিভিউ

ইউটিউমার ওয়েবফিল্ম রিভিউ

লেখা – আশিক মাহমুদ রিয়াদ ইউটিউমার টাইপ- ওয়েবফিল্ম পরিচালক- আদনান আল রাজীব ব্যপ্তি- ২ ঘন্টা (প্রায়) শ্রেষ্ঠাংশে- প্রিতম হাসান, পলাশ, গাউসুল আলম শাওন প্রমুখ চা ...
আমার বনস্পতি সময় ও চটি দুঃখ

আমার বনস্পতি সময় ও চটি দুঃখ

I দ্বীপ সরকার   আমার কোন দুঃখ দেখাবার মানুষ নাই ভেতরকার ক্ষত বরং অক্ষতই থেকে যাক চুলচেরা বিশ্লেষণ করে শরীরকে জানতে চেয়েছি শরীর শুধু বিনয়ী ...
Scroll to Top