বইয়ের নামঃ জীবনের ধূসর স্মৃতি
জনরাঃ কবিতা
প্রচ্ছদঃ এস এম জসিম ভুঁইয়া।
লেখকের নামঃ বিভীষণ মিত্র
প্রকাশনীঃ প্রিয় বাংলা প্রকাশন
মলাট মূল্যঃ ১৮০/-
স্টল নংঃ ৫৯৭-৫৯৮
বই নিয়ে কিছু কথাঃ
বাংলা সাহিত্যের অন্যতম তরুণ কবি হিসেবে বিভীষণ মিত্রের প্রথম কাব্যগ্রন্থ “প্রথম স্পর্শ” সাড়া জাগানোর পর দ্বিতীয় কাব্যগ্রন্থ হিসেবে নিয়ে আসেন “জীবনের ধূসর স্মৃতি”।উক্ত বইটিতে প্রেম,বিরহ,ভালোবাসা,প্রকৃতি,দে শ,মানুষ, বাবা-মা,শেখ মুজিব,নারী,ফুল,পশুপাখি,বৃষ্টি, ধর্মীয় এবং সমাজের অসংগতি,অন্যায়,অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে কলম ব্যবহার করেছেন।বিশেষ করে সম্প্রীতির কবিতা “মানব ধর্ম”তে তিনি লিখেছেন “কিসের ধর্ম, কিসের জাত/মানব ধর্মই জয়ের প্রভাত।বাহিরে সবাই সাদা কালো/কর্মে জ্বালাও ধর্মের আলো।” পিতার আবদার” কবিতায় তিনি পুত্রের কাছে পিতার যত্ন নেওয়ার কথা বলেছেন এভাবে-“মৃত্যুর পর তোর কথা আমি ঈশ্বরকে বলবো/তোর জীবন যাতে সুখের হয়/কারণ তুই পিতার আবদার পূরণ করেছিস/এবং ভালোবেসে পিতার যত্ন নিয়েছিলি জীবনময়।”নতুন পৃথিবী” নামক কবিতায় তিনি প্রিয়জনকে উদ্দেশ্য করে বলেছেন -“ঘৃণায় সবাই যখন যাবে দূরে/পাশে রবো দু’জনে দীর্ঘজীবী/শান্তিতে ভরবে নতুন পৃথিবী”।মানুষের মৌলিক চাহিদার খাদ্যের জন্য কবি সাহসীকতার সাথে লিখেছেন-“শুধু এক মুঠো ভাত চাই ভাই/হোক সেটা আতপ সিদ্ধ মোটা চিকন/পেটের ক্ষুধায়, প্রেমেও ভরেনা মন”।এছাড়া “স্বাধীনতা বেঁচে থাকুক” কবিতায় তিনি সম্প্রীতির স্বাধীনতা,মৃত্যুর স্বাধীনতা,বাংলা সাহিত্যের স্বাধীনতা,নিরাপদে চলার স্বাধীনতা এবং জীবনের অনেক কিছুর স্বাধীনতা খুবই শক্ত হাতে তুলে ধরেছেন।ধর্মীয় অনুশাসনের আহ্বান হিসেবে “মাহে রমজান” কবিতায় লিখেছেন- “নামাজ পড়ে রোজা রাখো ও মুমিন ভাই/সংযমে আত্মশুদ্ধি হতে চলো মসজিদে যাই”।এবং মাতৃভাষাকে ভালোবেসে কবি লিখেছেন-“আমি বাংলায় বিশ্ব দরবারে মাথা উঁচু করা শির/আমি একাত্তরের বিজয়ী বীর”।
কবি “জীবনের ধূসর স্মৃতি” কাব্যগ্রন্থে যেভাবে নিজের হৃদয়ের ও সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন তা সত্যি প্রশংসার দাবী রাখে।তাই আমি উক্ত গ্রন্থটির সফলতা কামনা করছি এবং সেইসাথে তাঁর লেখা কয়েকটি লাইন দিয়ে শেষ করছি-“আমরাই নবীন আমরাই তরুণ গাইবো জয়ের গান/ন্যায়ের তরে লড়ে যাবো মোরা জীবন করবো দান”।