নয়ন হাসান
অতিবাহিত হইয়া একটি বৎসর, ঈদুল-আযহা আসিল আবার, “হে মুমিন-মুসলমান”,
খোদার রাহে কোরবানি কর, গরিব-দুঃখীদের যাকাত দাও, মুক্ত চিত্তে কর দান।
সকল হিংসা-বিদ্বেষ, রেষারেষি যাও ভুলিয়া,
এতিম-মিসকিনকে আজি ক্রোড়ে নাও তুলিয়া।
মস্তিষ্কে বুলায়ে হাত,ললাটে চুমা দিয়া,
ভাল খানা খাওয়াও তাদের, আপনালায়ে নিয়া।
ধনী-গরিবের বেবাক ভেদাভেদ ভুলিয়া যাও,
গরীবের কন্ধে আজি তোমারি কন্ধ মেলাও।
ধীরে-সুস্থে পশু মাটিতে ফেলিয়া,
যবেহ কর, ” আল্লাহু আকবার”, বলিয়া।
তিনটি বখরা কর সমুদয় মাংস কাটিয়া,
গরিব-দুঃখীদের দুয়ারে তাহা,দাও পৌঁছাইয়া।
আল্লাহ করিবে তোমায় রহম ও দয়া,
পরম তৃপ্তি পাইবে তোমার,ক্ষুধার্ত হিয়া।
কেশবপুর,যশোর।