হুমায়রা বিনতে শাহরিয়ার এর একগুচ্ছ কবিতা

হুমায়রা বিনতে শাহরিয়ার এর একগুচ্ছ কবিতা
হুমায়রা বিনতে শাহরিয়ার এর একগুচ্ছ কবিতা

এক.

পরিচয়

অন্ধকারের মাঝে

এক অন্য আমি কে

খুঁজে বেড়ানো আমার খেলা।

 

সে কথা একেবারে মিথ্যা

হয়তো কেহ জানবে না,

এক আমির ভেতর লুকানো

অন্য আমির কথা।

 

লুকোচুরির খেলায় তবে

যাব আমি ভেসে,

হয়তো দিগন্তের শেষ

ঠিকানায়।

 

যেথায় হবে এক অন্য আমি’র

ছোট্ট কুঁড়েঘর,

থাকবে যেটা নারকেল গাছের তলে

হবে এক নতুন পরিচয়।

 

দুই.

বর্ষণ

রৌদ্রোজ্জ্বল সকালবেলাকে

দেখতে কোনো হিংস্র পশুর

ক্রোধের ন্যায়।

 

হঠাৎ বর্ষণ,

সেই ক্রোধে জল দিয়ে

ঠান্ডা করার মতন।

বর্ষনের পাশাপাশি যে

হালকা হাওয়া ছোটে,

হৃদয়ের মাঝে ঝর তুলে যায়।

 

আস্তে করে বলে ভালোবাসার

ডালা নিয়ে এসেছি!

হায়!

ক্ষমা চাই! ভালোবাসা চাই না।

 

তিন.

কাশফুল

শরতের দক্ষিণা বাতাসে

কাশফুলেরা নপচে ওঠে।

 

শহরের কোলাহলের ভিড়ে

হাজারো হৃৎস্পন্দন ভেসে ওঠে।

গোলাপের ঝরে পরা পাপড়িগুলো,

প্রিয় মানুষটির মুখচিত্র

অঙ্কন করে।

 

নদীর পাড়ে এলোচুলো অপেক্ষিত

প্রিয়তমাকে দেখে,

প্রেমিকের আবার প্রেমে পরা।

 

মাঝরাতে পথের ধারে প্রেমিকের

আসা; প্রেমিকার নিজেকে ভাগ্যবতী

মনে করার একমাত্র কারন।

 

চার.

ফাগুন 

শীতল আমেজের ফাগুন

তার মানে বসন্তেরই আগমন

বাসন্তী শড়ির মিলনমেলায়

আমিও ছুলাম একজন।

 

বসন্ত তার সাথে এনেছিল

ভালোবাসার রঙ,

সাদা গোলাপের সুবাসে

আমি ছিলাম মন্ত্রমুগ্ধ।

 

প্রকৃতি সেজেছিল তার এক

নতুন রূপে, নতুন আবেশে,

হারিয়েছিলাম তার সাজে।

 

 

পাঁচ

পাখি

উড়তে চাই –

আকাশে; যেমনটা পাকি উড়ে

তার দুটো ডানা মেলে ইচ্ছে মতো।

 

খাঁচা বন্দি পাখির মতো নয়!

বরং ডানা মেলে উড়ে চলার মতন

উড়তে চাই।

পুরো আকাশটা ঘুড়ে দেখার মতন

উড়তে চাই।

নিজের আত্মপরিচয় গঠন করে

ডানা মেলে উড়ে চলার মতন

উড়তে চাই।

স্বপ্নগুলো ছুঁয়ে নিতে চাই

ইচ্ছেগুলো পূরন করতে চাই

ডানা মেলে উড়তে চাই!

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
জোয়ার

জোয়ার

স্বপঞ্জয় চৌধুরী সন্ধ্যার আলো ক্ষীণ হলে এখানে জোয়ার নেমে আসে, সাড়ে সাত থেকে ষোল কোটি প্রাণের স্পন্দনে বুকের ভেতর ক্ষোভের বুদবুদি ছাড়ে। গল্পে, কবিতায়, রাজপথে, ...
কয়েকটি অশ্লীল গল্প

কয়েকটি অশ্লীল গল্প

👉(১৮+) Adult Stories পড়তে এখানে ক্লিক করুন। আশিক মাহমুদ রিয়াদ মধ্য রাইতের ক্ষুধা মতি মিয়া হাতরে হাতরে অন্ধকারে তার পিঠে হাত দিলো। সে হাত সরিয়ে ...
বিজয়ের আনন্দে অশ্রুর ফোঁটাগুলি

বিজয়ের আনন্দে অশ্রুর ফোঁটাগুলি

লুনা রাহনুমা মেয়েটি দৌড়াচ্ছে। ফুলের মতো কোমল মেয়েটির পা দুটি কোথা থেকে এতো শক্তি পেলো – ভাববার অবকাশ পায় না মেয়েটা। তার শরীরের নিচ থেকে ...
আখেরী চাহার সোম্বা ২০২৪

আখেরী চাহার সোম্বা ২০২৪

আখেরি চাহার সোম্বা মানে কী? আখেরী চাহার শোম্বা ইসলাম ধর্মাবলম্বীদের অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিন। আখেরী চাহার শোম্বা আরবী ও ফার্সি ভাষার শব্দসমষ্টি। আখেরী আরবি শব্দ, ...
কবিতা : ধুয়ে গেছে জ্যৈষ্ঠের ক্ষত

কবিতা : ধুয়ে গেছে জ্যৈষ্ঠের ক্ষত

অনঞ্জন কী যে নিকষা কী নিকষ!শ্রাবণের কেন এত রূপ?মধ্যরাত্রিতে বর্ষার রূপমত্ত ঝংকারে দেখ-দস্যুর মতো বেপরোয়া দুর্দান্ত নারীরখোলা ওই রূপের বৈভব,উৎসব যেন, করে অসহায়।তারপর-ঘোর বৃষ্টিপাতে ধুয়ে ...
সত্যের বাণী 

সত্যের বাণী 

মোঃফেরদাউস    আমার কলম সত্য লিখে     সত্য-ই তার বল। সত্য লিখে মরবো আমি   এটাই জীবন পণ। স্বপ্নে আমি মৃত্যু পুষি   মৃত্যু আমার সাথী। সত্য লিখে ...
Scroll to Top