মেহেদী হাসান
এতোকাল শুধু নিজের ভেতরের অলি-গলি জগৎই ঘুরেছি।
একটাবারও ভেবে দেখিনি যে,
এর বাইরেও একটা জগৎ আছে।
যেখানে অভিমানী নদীর পাশে সৌম্য নৌকা আছে,
কতো-শতো গোধূলী বিকেলে অলস কাব্য আছে।
ঘাম ঝরানো শ্রমিকের গল্প আছে।
অজস্র মুর্হূত শুধু নিজের দুঃখ-কষ্টই লালন করেছি।
একবারও ভেবে দেখিনি যে,
এর বাইরেও অন্য কারো কষ্ট আছে।
যেখানে বোবা ইটের দেয়ালে ফটো ফ্রেমের কান্না আছে,
ছোট-ছোট ভেন্টিলেটারে চড়ূইয়েরও কষ্ট আছে।
রোদ পালানো সন্ধ্যায় ছোট টুকরির যন্ত্রণা আছে।সহস্র সময় শুধু নিজের ভালো-মন্দই বিচার করেছি।
কখনো ভেবে দেখিনি যে,
এর বাইরেও কারো মঙ্গল আছে।
যেখানে সবার নিজের মতো করে বাঁচার সাধ আছে,
স্বপ্নগুলোতে রং মাখানোর অধিকার আছে।
অতি তুচ্ছ পিঁপড়েরও আছে নিজস্ব জীবনধারা!