কবিতা- উপলব্ধি  

কবিতা- উপলব্ধি  

মেহেদী হাসান  

 

এতোকাল শুধু নিজের ভেতরের অলি-গলি জগৎই ঘুরেছি।

একটাবারও ভেবে দেখিনি যে,

এর বাইরেও একটা জগৎ আছে।

যেখানে অভিমানী নদীর পাশে সৌম্য নৌকা আছে,

কতো-শতো গোধূলী বিকেলে অলস কাব্য আছে।

 

ঘাম ঝরানো শ্রমিকের গল্প আছে।

অজস্র মুর্হূত শুধু নিজের দুঃখ-কষ্টই লালন করেছি।

একবারও ভেবে দেখিনি যে,

এর বাইরেও অন্য কারো কষ্ট আছে।

যেখানে বোবা ইটের দেয়ালে ফটো ফ্রেমের কান্না আছে, 

ছোট-ছোট ভেন্টিলেটারে চড়ূইয়েরও কষ্ট আছে।

রোদ পালানো সন্ধ্যায় ছোট টুকরির যন্ত্রণা আছে।সহস্র সময় শুধু নিজের ভালো-মন্দই বিচার করেছি।

 

কখনো ভেবে দেখিনি যে,

এর বাইরেও কারো মঙ্গল আছে।

যেখানে সবার নিজের মতো করে বাঁচার সাধ আছে,

স্বপ্নগুলোতে রং মাখানোর অধিকার আছে।

অতি তুচ্ছ পিঁপড়েরও আছে নিজস্ব জীবনধারা!

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
অভিনেতা হৃতিক নাকি বাঙালি হৃতিক ?

অভিনেতা হৃতিক নাকি বাঙালি হৃতিক ?

হৃত্বিকের জন্ম জন্ম: ১০ জানুয়ারি, ১৯৭৪ সালে। চলচ্চিত্র পরিচালক রাকেশ রোশনের পুত্র হৃতিক বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন এবং এক দক্ষ নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি অর্জন ...
কয়েকটি অশ্লীল গল্প

কয়েকটি অশ্লীল গল্প

👉(১৮+) Adult Stories পড়তে এখানে ক্লিক করুন। আশিক মাহমুদ রিয়াদ মধ্য রাইতের ক্ষুধা মতি মিয়া হাতরে হাতরে অন্ধকারে তার পিঠে হাত দিলো। সে হাত সরিয়ে ...
ছোট গল্প: আগন্তুক

ছোট গল্প: আগন্তুক

 আশিক মাহমুদ রিয়াদ  গাছের মগডালে হুতুম পেঁচা ডাকছে।নভেম্বার মাসের শেষ।শীত শীত লাগছে। চারদিকে নিস্তব্ধতা। নিশ্বাসের শব্দ শোনা যায়। গ্রামের পথে পথে হাটছে আফজাল ডাকাত আর ...
মরিচিকা অভিলাস

মরিচিকা অভিলাস

দীপঙ্কর শীল   তুমি যদি এসো  নিদ্রালু নয়ন জেগে থাকবে, হৃদয় পরশে ঝরবে প্রেমবৃষ্টি যদি শুরু হয় এলোমেলো ঝড়, তবু মেঘজলে ভিজে পাশে রহিবে।   ...
কত? জনম ধরে- মোঃ রাসেল শেখ 

কত? জনম ধরে- মোঃ রাসেল শেখ 

মোঃ রাসেল শেখ    কত জনম ধরে…. কষ্ঠি পাথরের আঘাতে খুঁজেছি একজনারে। কয়লার শো শোর পরশে- পুড়িয়ে লাল করেছি ভালোবাসায় তারে। সাদা খাইদ-য়ের শেকলের- বেড়িতে ...
জোয়ার

জোয়ার

স্বপঞ্জয় চৌধুরী সন্ধ্যার আলো ক্ষীণ হলে এখানে জোয়ার নেমে আসে, সাড়ে সাত থেকে ষোল কোটি প্রাণের স্পন্দনে বুকের ভেতর ক্ষোভের বুদবুদি ছাড়ে। গল্পে, কবিতায়, রাজপথে, ...