এখানে সন্ধ্যা নামে শুকনো নদীর চরে
বিস্তীর্ণ বালুকা বেলায়,
হিমায়িত বাতাসের সূক্ষ্ম শিশির কণায় ।
সন্ধ্যা এখানে আসে দ্রুত পায়ে ঘনায়মান আঁধারে
বন্য সবুজ প্রান্তরে, শেয়ালের উচ্চকিত স্বরে !
বৃক্ষের শাখায় শাখায়
কলকাকলিতে ভরা বিহগের সুখের বাসায়।
সন্ধ্যা এখানে আসে কুয়াশা ঘেরা গাঁ ঘরে
তুলসী তলায় সন্ধ্যা প্রদীপের আলোয়।
নিভে গেলে বিকেলের নরম আলো
উচ্ছ্বল কৈশোরের শ্রান্ত শরীরের শিরায় শিরায়-
সন্ধ্যা নামে হৈমন্তী সোনালি ধানের ক্ষেতে
জোনাকির আলো আর ঝিঁঝিঁর পাখায়
পূবের দিগন্ত পাড়ে বলাকার ক্লান্ত ডানায়।
এখানে সন্ধ্যা নামে হৈমন্তী হিমেল হাওয়ায়
ঝুঁকে পড়া বাঁশবনে ঘন সন্ধ্যা নামে
শান্ত গাঁয়ের সীমানা ছুঁয়ে দিগন্তে পাড়ে,
আঁধারের ঝুড়ি বেয়ে পশ্চিমের আকাশের গায়ে।
পশ্চিমবঙ্গ,কলকাতা,ভারত ।