আদ্যনাথ ঘোষ
জোয়ারে একা নামতে নেই
জোয়ার পাগলামী জানে, চোখ ফুলে হয়ে যায় নদী।
শ্রাবণের কান্নার ঢল, সন্নাসী চোখ,
সন্ধ্যামাঠ, নৃত্যপাগল মন।
তবু তার বৃষ্টির উৎসব ভিজে যাবে বর্ষাচোখ
ঠোঁটের আঁচল।
ও মেয়ে তুমি কি সৃষ্টির উৎসব
পলিমাটি বিলাও বর্ষামুখর জললীলা তলায়!
তোমার উছল চোখ
বয়ে আনে তুমুল প্লাবন।
দুচোখের পাতায় দিয়ে যায়
পুণ্যতোয়া, রাঙাদিন, মধুমাখা ভোর।
জলের কার্ণিশ দুচোখে
সব ফেলে দিয়ে যায়
প্রণয়ের মাঠ, কবিতার পঙক্তি, চাঁদধোয়া জোছনা।
ও মেয়ে তুমি যদি নাব্যতা হারাও
সৃষ্টির জমিন হয়ে যাবে ঊষর।
শালগাড়ীয়া, গোডাউন পাড়া, পাবনা ।