রোমান্টিক কবিতা – সুশান্ত হালদার
বলেছিল
রুদ্রাক্ষ গলায় সন্ন্যাসিনী কাল
ঈশ্বর খুঁজে খুঁজে নিজেই এখন দুর্ভিক্ষ আকাল
ফ্যাকাসে চোখে এখন শুধু বিবর্ণ বিকাল
বলেছিলাম
এখানে ঈশ্বর অন্ধ, কালা
বুদ্ধের পিঠে চড়ে যিশুকে করেছে নাঙ্গা
ভাগবাটোয়ারায় বড্ড ধড়িবাজ,রাজাকে করেছে সাঙ্গা
কি পেলাম আর কি পেলাম না
সে হিসাবে এখন আর লিখি না কবিতা
তবে বৃক্ষের মতো মানুষ চেয়েছিলাম
পেলাম না বলে ছেড়ে দিয়েছি রুদ্রাক্ষমালা!