ছোটগল্প – ত্যাগ

ছোটগল্প - ত্যাগ
ছোটগল্প - ত্যাগ

আমজাদ হোসেন বাপ্পি

যত দিন যায় জান্নাতুলের উচ্ছ্বাস বাড়ে। এইতো আর কয়টা দিন বাদেই ঈদুল আযহা।
অন্য ঈদের চেয়ে তার কোরবানির ঈদটা বেশি আনন্দ দেয়।
এ ঈদে সকাল বেলায় খুব হাক ডাক শোনা যায় ।একদিকে বাবা-ভাইয়েরা গরু নিয়ে থাকে। অন্যদিকে মা-আপু রসই ঘরে ব্যস্ত সময় পার করে।
সারা বাড়ি হইচই রব উঠে।
এ ব্যাপারটা তাকে আনন্দ দেয়।
অন্য ঈদে নতুন জামা নিয়ে বাড়তি আনন্দ থাকলেও এ ঈদে তা থাকেনা।
সব আনন্দের কেন্দ্রবিন্দু হয়ে উঠে কোরবানের গরুকে নিয়ে।
জান্নাতুলের আর সহ্য হয় না।
– কবে গরু নিয়া আসবা বাবা?

– এইতো মা! আর কয়টা দিনইতো বাকি!

– বাবা। আমারতো ঘুম আসেনা। কবে গরু দেখবো?গরুকে কবে গায়ে আদর দিবো!

যদিও জান্নাতুল গরু ভীষণ ভয় পায়। সে জীবনেও গরুকে আদর করাতো দূরে থাক, কাছেও যাবেনা।
গতবার তার মনে আছে!
সাদা গরু। দেখে অনেক সুন্দর লেগেছিলো। তাই আদর করতে গিয়ে বদ গরুটা বিশাল শিং দিয়ে আরেকটুর জন্যে গুতিয়ে মেরেই ফেলতো।
শেষ মুহুর্তে বাবা এসে উদ্ধার না করলে বড় অঘটন ঘটে যেতো।
তবে গরুকে ভয় পেলেও দূর থেকে দেখে অনেক মজা পায় জান্নাতুল।

জান্নাতুলের বাবা মেয়ের পীড়াপীড়ি দেখে মেয়ে কোলে তুলে বলেন ‘হবেরে মা! সব হবে! আর কয়টা দিন ধৈর্য ধর ‘

২. বাড়ীর উঠোনে অনেক চেঁচামেচি হচ্ছে। জান্নাতুল দৌড়ে উঠোনে গিয়ে সে চোখ বড় বড় করে ফেলে।
চিৎকার দিয়ে উঠে “কি মজা আমাদের গরু এসে গেছে! কি মজা কি মজা”
মুগ্ধ চোখে সে গরুটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে।
এবারের গরুটা ছোট। গায়ের রঙ লাল। একটু পর পর লেজ নাড়ে।
বাবা বলল “আয়রে মা কাছে আয়। তোর গরু নিয়া আসছি!একটু আদর দিয়া দেয়! ”
জান্নাতুল কাছে যায় না মোটেও। রফিক মিয়াঁ বুঝতে পারে কেন মেয়ের এত ভয়।
তিনি অভয় দেন। কোলে তুলে গরুর সামনে নিয়ে যান মেয়েকে।
জান্নাতুল ভয়ে কাঁপতে লাগলো। রফিক মিয়াঁ মেয়ের এহেন কান্ডে চাপা হাসি দিয়ে মেয়ে শক্ত করে ধরে রাখে বললেন “মা’রে। আগের গরুটা মেলা ফাজিল!এবারেরটা ভালোরে মা। এদেখ গায়ে হাত দিয়া দেখ। কিচ্ছু কইবেনা! ”

ভয়ে ভয়ে হাত দেয় জান্নাতুল। হাত বুলাইয়া দেয়। গরু কিচ্ছু করেনা। শুধু কি যেন চিবাচ্ছে! আর লালা ঝরছে!
সে আবার হাত সরিয়ে নেয়।
নাহ বাবা ঠিকই বলেছে এ গরুটা ভালোই।
সকাল বিকাল খুব সময় পার করে। গরু ছাড়া কিচ্ছু বুঝে না।
সারারাত গরুর কথা ভাবে! কবে সকাল হবে। গরু নিয়ে খেলবে!
সে এখন গরুর গলায় আদর করে। গরুও চোখ বন্ধ করে আদর খায়! দুইজনের মধ্যে ভালোই বন্ধুত্ব হয়ে উঠে এ কয়েকদিনে!

৩. ঈদের সকাল। জান্নাতুলের ঘুম ভাঙে। হাত মুখ ধুবে বলে কলের কিনারায় যায়!
আশ্চর্য হয়ে পড়ে সে। সারা উঠোনে খুঁজে সে গরু দেখতে পায় না!
চিৎকার দিয়ে উঠে!
“মা…..মা ও মা!আমাদের গরু কই”
মেয়ের চিৎকারে মা বোন দৌড়িয়ে আসে।

আমার মেয়েটার কি হলোরে? বললে বলতে তাকে কোলে তুলে নেয়!

জান্নাতুল কাঁদোকাঁদো গলায় বলে “মা গরুতো নাই কই গেলো”

মা বললেন “আজতো ঈদ! আজকে গরু জবাই হবে!তোমার বাবা ভাইয়ারা বাড়ীর পিছনে নিয়ে গেছে”

“আজকে কেটে ফেলবে?”

“হ্যাঁ রে মা”

জান্নাতুল চোখের পানি ছেড়ে দিলো!
“মা আমি ওকে অনেক ভালোবাসি! আজকে থেকে আমি কাকে আদর করবো?কার সাথে খেলবো?”

মেয়ের মনে অবস্থা বুঝতে পেরে মা বিড়বিড় করে বলে এটাই ত্যাগরে মা এটাই ত্যাগ!
এই বলে মেয়েকে বুকে টেনে নেয়!

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
মধ্যবিত্ত

মধ্যবিত্ত

জিহাদ হোসাইন মধ্যবিত্ত তুমি প্রেয়সীর কাঠ গোলাপের মাঝে লুকানো। মধ্যবিত্ত তুমি শেষ বাসে হ্যান্ডেল ধরে ঝুলানো। মধ্যবিত্ত তুমি ছোঁট মায়ের মুখে চেয়ে। মধ্যবিত্ত তুমি বন্ধুর ...
লিডার - আমিই বাংলাদেশ : নতুন বাংলাদেশের স্বপ্ন দেখালেন সাকিব খান।

লিডার – আমিই বাংলাদেশ : নতুন বাংলাদেশের স্বপ্ন দেখালেন সাকিব খান।

সিনেমানামা ডেস্ক বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় এবং তপু খানের নির্দেশনায় নির্মিত পলিটিক্যাল-অ্যাকশন জনরার সিনেমা ‘লিডার – আমিই বাংলাদেশ’। সিনেমাটিতে অভিনয় করেছেন বাংলাদেশের একমাত্র হাইয়েস্ট স্টারডম কিং ...
বেগম রোকেয়া; নারী_কল্যাণ_কামনায় নিবেদিত এক প্রাণ

বেগম রোকেয়া; নারী_কল্যাণ_কামনায় নিবেদিত এক প্রাণ

এম.আরিফুজ্জামান  “কোন এক সম্ভ্রান্ত পরিবারের বয়ঃপ্রাপ্ত কন্যার বিয়ে দেনা-পাওয়ার জন্য ভেঙে গেলে কন্যাদায়গ্রস্ত পিতা পারিবারিক সম্মান ও মর্যাদা রক্ষার জন্য তার মাতাল ও দুশ্চরিত্র ভ্রাতুস্পুত্রের ...
রক্তরস [তৃতীয় পর্ব]

রক্তরস [তৃতীয় পর্ব]

আশিক মাহমুদ রিয়াদ চেয়ারম্যান আজগর চিন্তিত ভঙ্গিতে বসে আছেন। আজকাল তাকে ব্যাপক চিন্তিত দেখা যাচ্ছে। তিনি বিরস মুখ করে বসে আছেন,পুকুর পাড়ে। সকাল থেকে চা ...
কারাগার ওয়েবসিরিজ রিভিউ

কারাগার ওয়েবসিরিজ রিভিউ

ওয়েব সিরিজ : কারাগার মোট পর্ব: ৭টি (প্রতিটি পর্ব ২১ থেকে সর্বোচ্চ ৩৩ মিনিট) পরিচালক: সৈয়দ আহমেদ শাওকি অভিনয়শিল্পী: চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, আফজাল হোসেন, ...
সাঁঝদুয়ারি (১৮+)

সাঁঝদুয়ারি (১৮+)

 আশিক মাহমুদ রিয়াদ  সন্ধ্যে নামার আগেই গাঢ় অন্ধকারে ডুবে গেছে চারপাশ। বুনো মশার বুন বুন শব্দ। বারান্দায় নামাজ পড়ছেন আব্বা। সুর করে সূরা পড়ছেন। দাদীর ঘরে ...
Scroll to Top