হুমায়রা বিনতে শায়রিয়ার
মনে পড়ে প্রিয়-
একটা চিরকুট পাঠিয়েছিলে,
লিখেছিলে ভালোবাসো আমায়।
সাথে দিয়েছিলে কালো কাচেঁর চুড়ি আর টিপের পাতা!
আরো ছিলো কিছু।
রাস্তায় দাড়িঁয়ে কানে কানে বলেছিলে, ভালোবাসি!
প্রথমবার যখন হাত ধরেছিলে আর বলেছিলে, ভালোবাসো আমায়!
আমার থেকেও দশগুন বেশী?
কালো রঙটা আমার প্রিয় আর লাল রঙটা তোমার!
আমি লাল রঙটাকেও আপন করে নিয়েছিলাম।
এখনো সাজি আমি কালো চুড়ি, টিপ আর কাজল দিয়ে।
কোনো এক গল্পের ছলেই জেনে নিয়েছিলে তুমি আমার পছন্দটা।
চিরকুটটা স্বযত্নে রয়েছে আমার ডায়রীর ভেতরে!
গল্প হয় এখনও মনে মনে?
পুরোনো কিছু স্মৃতি এখনো নতুন লাগে।
সেই খুনসুটি প্রেমটুকু হয়তো হারিয়ে গেছে সমাজের ব্যস্ততার ভিড়ে।
কিন্তু একরাশ ভালোবাসা অবিরাম – অন্তহীন – অপরিবর্তনীয়!
শুধুই তোমার জন্যে –
প্রিয়!
কথা হয় এখনো তোমার আমার
মনে মনে?
তোমার দুষ্টুমি হাসি আর কতো কি?
ডাকবাক্স হারিয়ে গেছে,
তবুও তোমার জন্য লেখা চিঠিগুলো জমা আছে গয়নার বাক্সে!
দেখা হলে দিয়ে দিব, কেমন?
মনে থাকবে তো!
ছ’মাস হয়ে গেলো দু’ কিলো পথ হাঁটি নি তোমার সাথে তাল মিলিয়ে!
দেখা হলে পরেরবার?
না হয় হাজার কিলো পাড়ি দিব।
সাথে যাবে তো প্রিয়?
মনে থাকবে তো নিয়ে যাবার কথা!
কালো চুড়ি-টিপ আর লাল শাড়ি পড়ব,
তুমি না হয় কালো শার্টটা পড়ে এসো?
মনে থাকবে তো নিয়ে যাবার কথা প্রিয়!
টংএর দোকানে চায়ের বিলাসিতা করব আর আবার পাটকাঠি দিয়ে না হয় বলো, ভালোবাসি তোমায়!
আমার থেকে দশগুন বেশী?
তখন অর্নবের গানে হারিয়ে যাব দু’জন।
গল্প হয় এখনো তোমার আমার মনে মনে?
মনে থাকবে তো নিয়ে যাবার কথা প্রিয়?
জন কোলাহল হতে দূর বহুদূর?
শহর ছেড়ে দূর বহুদূরে গ্রামের দিকে!
খোলা হাওয়ায় উড়বে আমার আঁচল, তুমি সামলে নিবে আমায়?
আমি রাস্তার মাঝে হাঁটতে গেলে আমায় টেনে তোমার কাছে- পাশে নিও বরং প্রিয়?
মনে থাকবে তো প্রিয়-
সমাজের ঠুনকো দেয়াল ভেঙে বেড়িয়ে যাওয়ার কথা?
আমায় নিয়ে দূর বহুদূরে গ্রামের দিকে যাওয়ার কথা।
নারকেল গাছের তলায় বসে গল্প করব অনেক অনেক সময়।
দু’জনে গান ধরব আধো গলায়
মনে থাকবে তো প্রিয়?