ডাকবাক্স

ডাকবাক্স

হুমায়রা বিনতে শায়রিয়ার

মনে পড়ে প্রিয়-
একটা চিরকুট পাঠিয়েছিলে,
লিখেছিলে ভালোবাসো আমায়।
সাথে দিয়েছিলে কালো কাচেঁর চুড়ি আর টিপের পাতা!
আরো ছিলো কিছু।
রাস্তায় দাড়িঁয়ে কানে কানে বলেছিলে, ভালোবাসি!
প্রথমবার যখন হাত ধরেছিলে আর বলেছিলে, ভালোবাসো আমায়!
আমার থেকেও দশগুন বেশী?
কালো রঙটা আমার প্রিয় আর লাল রঙটা তোমার!
আমি লাল রঙটাকেও আপন করে নিয়েছিলাম।
এখনো সাজি আমি কালো চুড়ি, টিপ আর কাজল দিয়ে।
কোনো এক গল্পের ছলেই জেনে নিয়েছিলে তুমি আমার পছন্দটা।
চিরকুটটা স্বযত্নে রয়েছে আমার ডায়রীর ভেতরে!
গল্প হয় এখনও মনে মনে?
পুরোনো কিছু স্মৃতি এখনো নতুন লাগে।
সেই খুনসুটি প্রেমটুকু হয়তো হারিয়ে গেছে সমাজের ব্যস্ততার ভিড়ে।
কিন্তু একরাশ ভালোবাসা অবিরাম – অন্তহীন – অপরিবর্তনীয়!
শুধুই তোমার জন্যে –
প্রিয়!
কথা হয় এখনো তোমার আমার
মনে মনে?
তোমার দুষ্টুমি হাসি আর কতো কি?
ডাকবাক্স হারিয়ে গেছে,
তবুও তোমার জন্য লেখা চিঠিগুলো জমা আছে গয়নার বাক্সে!
দেখা হলে দিয়ে দিব, কেমন?
মনে থাকবে তো!
ছ’মাস হয়ে গেলো দু’ কিলো পথ হাঁটি নি তোমার সাথে তাল মিলিয়ে!
দেখা হলে পরেরবার?
না হয় হাজার কিলো পাড়ি দিব।
সাথে যাবে তো প্রিয়?
মনে থাকবে তো নিয়ে যাবার কথা!
কালো চুড়ি-টিপ আর লাল শাড়ি পড়ব,
তুমি না হয় কালো শার্টটা পড়ে এসো?
মনে থাকবে তো নিয়ে যাবার কথা প্রিয়!
টংএর দোকানে চায়ের বিলাসিতা করব আর আবার পাটকাঠি দিয়ে না হয় বলো, ভালোবাসি তোমায়!
আমার থেকে দশগুন বেশী?
তখন অর্নবের গানে হারিয়ে যাব দু’জন।
গল্প হয় এখনো তোমার আমার মনে মনে?
মনে থাকবে তো নিয়ে যাবার কথা প্রিয়?
জন কোলাহল হতে দূর বহুদূর?
শহর ছেড়ে দূর বহুদূরে গ্রামের দিকে!
খোলা হাওয়ায় উড়বে আমার আঁচল, তুমি সামলে নিবে আমায়?
আমি রাস্তার মাঝে হাঁটতে গেলে আমায় টেনে তোমার কাছে- পাশে নিও বরং প্রিয়?
মনে থাকবে তো প্রিয়-
সমাজের ঠুনকো দেয়াল ভেঙে বেড়িয়ে যাওয়ার কথা?
আমায় নিয়ে দূর বহুদূরে গ্রামের দিকে যাওয়ার কথা।
নারকেল গাছের তলায় বসে গল্প করব অনেক অনেক সময়।
দু’জনে গান ধরব আধো গলায়
মনে থাকবে তো প্রিয়?

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
বন-পলাশের পদাবলি

বন-পলাশের পদাবলি

 ।মহীতোষ গায়েন ফুলমতী কন‍্যা জল আনতে যায় যাওয়ার সময় সে ইতিউতি চায়, বৃষ্টিচ্ছায় জল থইথই পদ্মদিঘির ঘাট যায় পেরিয়ে কন‍্যা উজ্জয়িনীর মাঠ। চরাচরে বৃষ্টি নামে ফুলের ...
ভোরের আজান ও আশা পূরণের কাব‍্য

ভোরের আজান ও আশা পূরণের কাব‍্য

মহীতোষ গায়েন ভোরের আজান সেরে আব্বাজান বলেছিল– দেখে নিস খুকি,এবারের খাল ধারের ঐ চিলতে জমি টুক্ আমরা সরকারের কাছ থেকে পাট্টা পাব… আমাদের মাথা গোঁজার ঠাঁই ...
ভালোবাসি

ভালোবাসি

মুহাম্মদ ফারহান ইসলাম নীল  তার নামে কবিতা লিখি স্বপ্ন বুনি চোখে ৷ তার বিরহ জ্বালায় অামার ব্যাথা বাড়ে বুকে ৷ বেলী ফুলের মালা গেঁথে তার ...
সেই ছেলেটি

সেই ছেলেটি

সুবর্ণা চক্রবর্তী কোথায় গেল সেই ছেলেটি হাসতো সারাবেলা, লেখাপড়ায় খুবই ভালো খেলতো ভালো খেলা।   স্বপ্ন দেখতো বড় হয়ে ক্রিকেটার সে হবে, দেশ ও দশের ...
নীল খামের ভালোবাসা

নীল খামের ভালোবাসা

সোহানুর রহমান সোহান স্নিগ্ধতা তোমার মন পাড়ায় নীল খামে, ভালোবাসা পাওয়ার আশায় একটা চিঠি লিখেছিলাম। আমি জানি সে চিঠি তুমি পেয়েছিলে তুমি পড়েছিলে। কিন্তু সে ...
তবে তাই হোক | সাপ্তাহিক স্রোত । দশম সংখ্যা

তবে তাই হোক | সাপ্তাহিক স্রোত । দশম সংখ্যা

|মৌটুসী চাকমা . যদি শুধুমাত্র নিঃশ্বাস নেয়াকে বেঁচে থাকা বলে তবে তাই হোক যদি কেবল হেঁটে চলে বেড়ানোকে বেঁচে থাকা বলে তবে তাই হোক যদি ...