কতো গল্পেরা ভেসে যায় বোবা কান্নার নিদারুণ জ্বালায়,
কতো স্বপ্নেরা পুড়ে পুড়ে ছাই হয় অনিদ্রার আইলায়।
কতো কথারা ফিকে হয় বিরল ইথার তরঙ্গে,
কতো ছন্দেরা বদলে যায় অসম বিবর্তন বিভঙ্গে।
কতো চেনা মুখ অচেনা হয় স্বার্থের ছেঁড়া পাতায়,
কতো প্রাচীন অসুখ সহনীয় হয়ে থেকে যায় খরচের খাতায়।
কতো দম রুদ্ধ হয়ে গুমরে মরে বুকের চাপা শ্বাসে,
কতো মোহনীয় বিরল দৃশ্য যে মুছে যায় অদৃশ্য কপট বাতাসে।
কতো সরল হৃদয় ডুবে যায় গরলের হলুদ জলের তলায়,
কতো মুগ্ধ প্রণয়ের মায়ারং থেঁতো হয় তিক্ত বিরহের গোলায়।
কতো অজানা সাধ ছুঁয়ে যায় অভিলাষী ইচ্ছের মিহি আয়নায়,
কতো পুরোনো আশা জাগে তবু বারণ না মানা ক্লান্তির বায়নায়।
অবশেষে সব ভুলে তবুও একদিন… অস্তের দীঘল আঁচল ছুঁয়ে নেয় সজল আষাঢ়,
আশার পলি এসে প্রাণ দ্যায়, জাগায় আবার…
ময়মনসিংহ, বাংলাদেশ