ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম
বিশ্ববিদ্যালয়ের করিডোরে নির্বাক দাঁড়িয়ে
তুমি যেন একগুচ্ছ ফুটন্ত লালগোলাপ ,
পরনে লাল শাড়ি কপালে টিপের আঁচড়
সুগন্ধি ছড়িয়ে পরিবেশ করেছো মোহনীয়।
ছাত্র-ছাত্রীদের ছুটোছুটি আর শ্লোগান
এরমাঝে এগিয়েছো রাঙাহাতে ধীরপায়ে ,
হঠাৎ তোমার অপ্রত্যাশিত মধুর আহবানে
রঙিন স্বপ্নে ভেসেছি নীলাকাশে সীমাহীন।
হয়েছি পাশাপাশি আলোছায়া ছড়িয়ে
হাতের ছোঁয়ার উষ্ণ পরশে হয়েছি শিহরিত ,
বুনেছি স্বপ্নের জাল দু’চোখে একরাশ
দিনগুলো কেটেছে স্বপ্নীল সূখের আবেশে।
সদ্য ফোটা ফুলের গন্ধে খুঁজেছি তোমায়
পেয়েছি স্নিগ্ধ ভালোবাসার নরম ছোঁয়া ,
অবশেষে প্রজাপতি মেলেছে পাখা নীরবে
আনমনে বসে ভাবি, তুমিও কী তাই?
গৌরহাঙা, বিন্দুর মোড়,নিউমার্কেট রোড, রাজশাহী।