সোমা মুৎসুদ্দী
এক.
শেখ মুজিবুর রহমান
আকাশ, বাতাস, পাহাড়,নদী
ডেকে কয় যার নাম
তিনিই হলেন জাতির পিতা
শেখ মুজিবুর রহমান।
যার ডাকেতে বীর বাঙালি
যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে
যার ডাকেতে মিছিল, মিটিং
স্বাধীনতার তরে
হৃদয়ে আঁকা একটি ছবি
বলো কি তার নাম
তিনি হলেন বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।
খোকার হাসি, খুকুর খুশি
ছড়ায় যেনো রাশি রাশি
এই হাসিটা ফিরিয়ে দিতে
আছে যার অবদান
তিনি আমার বাংলা মায়ের
শেখ মুজিবুর রহমান।
গোলাভরা ধান বাঙলার মাটি
সোনার চেয়ে দামী খাঁটি
এই মাটিকে ভালোবেসে যিনি
দিলেন নিজের প্রাণ
তিনিই সকল গরীব দুঃখীর
শেখ মুজিবুর রহমান।
রাখালের বাঁশি, ভাটিয়ালি গান
শুনে সবার জুড়ায় পরাণ
এই বাংলাকে করতে স্বাধীন
আছে যার অবদান
তিনিই হলেন বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।
দুই.
খোকা
একটি খোকা ঘুমিয়ে আছে
সবুজ বাংলাদেশে
একটি খোকা ঘুমিয়ে আছে
মুজিবেরই বেশে
মুজিব মানে শিশুর হাসি
বাবার ভালোবাসা
মুজিব মানে এগিয়ে চলা
নূতন ভোরের আশা
মুজিব মানে মিছিল মিটিং
দেশের স্বাধীনতা
মুজিব মানে মায়ের বলা
গল্প ও রূপকথা
মুজিব মানে মনের সাহস
সংগ্রামী এক গান
মুজিব মানে একটি সূর্য
একটি নূতন প্রাণ
লেখক ও আবৃত্তিকার
নন্দনকানন, চট্টগ্রাম