হামিদা আনজুমান
ব্রিটিশ রাজের অত্যাচারের জন্য
ভীন দেশিদের তাড়িয়ে হই ধন্য।
কিন্তু কপাল হায় কত যে মন্দ
সাপের ফণা দম করে দেয় বন্ধ।
পাক হায়েনা ভুট্টো, আইয়ুব, জিন্না
ভাবখানা এই মাথা নিছে কিন্না।
সত্তর সালে ভোটে মাথা গরম
ছাব্বিশে মার্চ গণহত্যা চরম।
বীর বাঙালি তীব্র বাঁধা গড়ে
জীবনবাজি নয়টি মাসই লড়ে
দিশেহারা পাক সেনারা ডরায়
সমর্পণের কথা ভাবে ত্বরায়।
ষোলো তারিখ ডিসেম্বরে হাসি
বিজয় এলো, দেশকে ভালোবাসি
সবুজ লালে বাংলা আমার মা যে
দেশকে স্মরণ রাখবো সকল কাজে।