সুজন সাজু
মরতে পারি জেনেও তারা দেশ মাতৃকার টানে,
যুদ্ধে গেল করতে লড়াই
সাহস রেখে ভয়কে সরাই
আশার বাতি ওঠবে জ্বলে বিজয় গানে গানে।
আনবে স্বাধীন জয় পতাকা এমন মন্ত্র পাঠে,
বর্ণ বিভেদ ভুলে গিয়ে
বিজয় হবার স্বপ্ন নিয়ে
যায় এগিয়ে শত্রু নাশে রণাঙ্গনের মাঠে।
কেউ খেয়েছে মাথায় গুলি লাগলো কারো গায়ে,
কেউ ফিরেছে কেউ ফিরেনি
তবু মনোবল ছিড়েনি
বীর যোদ্ধারা করছে লড়াই চড়তে বিজয় নায়ে।
দেয় ভাসিয়ে রক্ত গঙ্গা পথ করেছে লালও,
শপথ ছিল আগায় যাবে
প্রত্যাশার ফুল ঠিকই পাবে
রাতের আঁধার কালো শেষে ফুটবে আশার আলো।
পুব দিগন্তে রবির কিরণ ঠিকই এলো রাঙায়,
লক্ষ প্রাণের তাজা দামে
মাস নয়টি পর যুদ্ধ থামে
কাঙ্খিত সেই বিজয় পেয়ে মন খুশিতে চাঙায়।