ক্লান্ত রাত —
অন্ধকার সাঁতরে সাঁতরে
চলেছে আলোর সকালে
আমি তোমার হাতে তুলে দিয়েছি
অস্থিরতার অভিশাপ
ভালবাসা নিঙরানো আঘাটায় দাঁড়িয়ে
তোমায় দিয়েছি স্নেহ চুম্বন
যে উন্মাদনায় জোয়ারের স্রোত নামে জলে
আমি কামুকতা ঢেলে দিয়েছি
অনন্ত অপারে
তোমার অতৃপ্ত বাসনার অন্তমূলে
স্থাপন করেছি নিজেকে
তৃপ্তির চরম সীমায় তুমি
আনন্দের উচ্ছলিত অবগাহনে জানিয়েছিলে
তোমার অনাস্বাদিত যৌবনের
চিরন্তন সত্যের উপস্থাপনা।