পাহাড় তুমি আকাশ হতে যদি
চাঁদ নামতো তোমার কোলে কোলে
ফসল ভরা খেত ভরতো মেঘে,
তুমি তখন অনন্ত এলেবেলে ।
পাহাড় তুমি আমার প্রথম প্রেম;
প্রথম দিনের লাজুক-রাঙা চোখ
তুমি তখন……দুরন্ত দামাল বোধ
আমি তখন একান্ত লাজমুখ ।
পাহাড় তুমি আগুন হয়ে জ্বলো
জ্বালিয়ে দাও চড়াই তরাই ভূমি
পাহাড় তুমি হৃদয় জুড়ে ভাসো
সঙ্গে থাকুক কর্ষিত এক জমি ।