বদ্রীনাথ পাল
আকাশটা যেই নীল হলো আর ভাসলো মেঘের ভেলা-
কাশ ফুলেরা মাঠের আলে বসিয়ে দিলো মেলা ।
মোললো ডানা বকগুলো সব, উড়লো সারি সারি-
‘ শরৎ এলো- শরৎ এলো ‘ ডাক দিলো যে তার-ই।
আনন্দেতে শিউলিরা সব পড়লো ঝরে ঝরে,
শিশিরকণা উঠলো হেসে সবুজ ঘাসের ‘পরে।
ঘুমটি ভেঙে শাপলা শালুক চাইলো নয়ন মেলে-
নদীর বুকে সূয্যি ঠাকুর রঙটি দিলো ঢেলে।
সাজো সাজো রব উঠলো বিশ্বভুবন জুড়ে-
খুশির জোয়ার বাঁধ ভাঙলো আলো বেনুর সুরে।
পড়লো ঢাকে কাঠি, আবার একটি বছর পরে-
বিশ্বমাতা মা যে আসে বিশ্ব আলো করে।
পুরুলিয়া, পশ্চিমবঙ্গ, ভারত।