কবিতা- নির্বাধ | মাইনুল হোসেন

কবিতা- নির্বাধ | মাইনুল হোসেন
কবিতা- নির্বাধ | মাইনুল হোসেন

|মাইনুল হোসেন

 

তোমার আমার মিলন হবে 

এক দেয়ালবিহীন পৃথিবীতে।  

এক সূর্যমুখীর ক্ষেতে দাঁড়িয়ে,

দেশ-কাল-সীমানার গন্ডি পেরিয়ে,

সমাজ,সম্পর্ক, সংসারকে পায়ে মাড়িয়ে

ঘাসফড়িংদের সাক্ষী রেখে তোমায় আত্মায় জড়িয়ে।

 

তোমার আমার দেখা হবে 

এক মহাকর্ষহীন পৃথিবীতে 

মেঘেদের ছাড়িয়ে 

এ পৃথিবীর সব মোহের উর্ধ্বে দাঁড়িয়ে

গৎবাঁধা প্রেমের নিয়ম গুঁড়িয়ে 

জোছনার রঙ হৃদয়ে জড়িয়ে!

প্রিয়তমা আমার 

যেদিন তুমি অনুভবে বুঝতে শিখবে, 

তোমার হৃদয়ে প্রেম পেয়েছে বৃদ্ধি।  

যেদিন তুমি বুঝতে শিখবে, 

তুমি গভীর সাধনায় লাভ করা সিদ্ধি

 

শুধু সেদিন এ দুই ব্রহ্মাণ্ড মিলে যাবে। 

শুধু সেদিনই আমাদের দেখা হবে।

শুধু সেদিনই আমাদের মিলন হবে।

 

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
মহানগর সিজন ৩ কবে আসবে?

মহানগর সিজন ৩ কবে আসবে?

মহানগরের সেই ওসি হারুণের কথা মাথায় আছে আপনার? যে হারুন খেলতে ভালোবাসে অপরাধীকে নিয়ে। যারা দুইটা কথা শোনানোর অভ্যাস আছে, যিনি বিশ্বাস করেন- অপরাধী আর ...
কালো গোলাপ 

কালো গোলাপ 

|মুহাম্মদ ফারহান ইসলাম নীল   বন্ধুদের সাথে অাড্ডা দিয়ে বাসায় ফিরেছি ঠিক বারোটার সময় ৷ যদিও ফেরার ইচ্ছা ছিলনা ক্ষুধার জ্বালা সইতে না পেরে ফিরতে ...
  এক রুপোলি সন্ধ্যায় - মহ. শামীম আফরোজ

  এক রুপোলি সন্ধ্যায় – মহ. শামীম আফরোজ

মহ. শামীম আফরোজ নারিকেলের ওই পাতার পরে, দুগ্ধ-জোৎস্না যেন পড়ে ঝরে, জোয়ারে ভেসেছে শশী উপচে পড়া যৌবনে l দিগন্তের ওই বনরাজি, উঠিয়াছে আজি সাজি সাজি, ...
বেকুটিয়া সেতু

বেকুটিয়া সেতু

উদ্বোধন হলো আরেকটি স্বপ্নের সেতু! বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা এগিয়ে গেলো আরেকধাপ।  পদ্মা সেতু বাঙালীর নবগৌরবের এক অদম্য স্থাপনা। কয়েকদিন আগে বাংলাদেশের ইতিহাস সৃষ্টিকরা ঘটনা ...
অন্য মানুষ 

অন্য মানুষ 

জোবায়ের রাজু  জ্যামে আটকা পড়ে রিকশায় বসে আছে শিশির আর নাবিলা। নাবিলা শিশিরের হাত শক্ত করে ধরে আছে। এ হাতকে এভাবে সারা জীবনের জন্য শক্ত ...
দু'টো নামের আদ্যাক্ষর ও যোগচিহ্ন 

দু’টো নামের আদ্যাক্ষর ও যোগচিহ্ন 

রফিকুল নাজিম  দেড় যুগ পর সেদিন কলেজে গেলাম গেইটে দারোয়ান কদম আলী ভাই আর নেই দেখলাম নতুন লোক পাহারায় বসা বাকি সব আগের মতই আছে। ...
Scroll to Top