ফিসফিস

ফিসফিস

আশিক মাহমুদ রিয়াদ

রাতের নিস্তব্ধতায়, আমি তোমার উপস্থিতি অনুভব করি,
আমার ঘাড়ে তোমার নিঃশ্বাস,
আমার কানে মিষ্টি তোমার কথা ফিসফিস ।
তোমার সরল চোখ দুটি, কোমল ঠোটে নাচে-
দুটি দেহের বিধ্বংসী বিক্ষোভে!

শিমুল গাছের ফাঁকে জ্বলছে পুড়ে যাওয়া চাঁদ
গাছের মধ্য দিয়ে মৃদু হাওয়া এভাবেই কাটছে রাত,
পৃথিবী এখানে শান্ত এবং শান্তিপূর্ণ,
গাছ-পাতার কলরবে খেলে রুদ্ধতা
শিহরণে মেতে ওঠে দুটি আত্মা!




তোমার হাত আমার হাতে,
আমরা হাঁটছি, জীবনের পথ ধরে,
একসাথে, পাশাপাশি-
আনন্দ-বেদনা এবং কলহের ভেতর দিয়ে।

আমাদের ভালবাসা জীবন্ত গোলাপের মত,
উদীয়মান, ক্রমবর্ধমান, জীবন পূর্ণ,
আমাদের আবেগের প্রতীক,
একটি বন্ধন যা কোন বিবাদ জানে না।
মানে না কোন সীমা পরিসীমা!

আমার ঠোটের প্রতিটি স্পন্দন খেলা করে
তোমার বুকের পাহাড় ছুঁয়ে, তোমার গলায়, তোমার কানের আশেপাশে!
তোমার কপাল বেয়ে নামা চুম্বন গড়ায়
কোমল ঠোটের হরণস্পর্শে!

একটি ক্রমবর্ধমান ভালোবাসার পরিনতি!
তোমার বুক বেয়ে নামে তোমার নাভিশ্বাসে
তোমার শরীরের দোলুনিতে, দোলে শস্য ক্ষেত।
চাঁদনী রাতের ভয়াবহতায়!
দুটি শরীর হারায় নগ্নতার পাশবিকতায়!




তারা আমাদের উপরে জ্বলজ্বল করে,
চাঁদের দোলে দুটি প্রাণ ,
আমাদের ভালবাসার ছন্দে হারিয়ে যাই,
এই মুহুর্তে, আমরা অনাক্রম্য।

এরপর কেটে যায় কত নৃশংস প্রহর!
স্থিত হয় দুটো শরীর!
আমাদের আত্মা জড়িত বিনিসুতোয়,
বিশুদ্ধ এবং সত্য প্রেমে অবাক মুগ্ধতায়,
শেষ রাতের নিস্তব্ধতায়, আমি চিরকাল,
প্রতি রাত, তোমার সাথে থাকার প্রতিশ্রুতি-
এভাবেই কাটুক আমাদের আলিঙ্গনের দিনরাত্রি!

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
 শহরের আর্তনাদ | কবিতা

 শহরের আর্তনাদ | কবিতা

|নাঈমুর রহমান নাহিদ   থালার মত চাঁদ গিলে খাচ্ছে রাতের আধার পুরো শহর নিস্তব্ধ, গভীর ঘুমে আচ্ছন্ন। নির্ঘুম চোখে, নীরব রাতে নিস্তব্দধ পথে হেঁটে চলেছি ...
কিংকর আহ্সানের নতুন বই- "মকবরা"

কিংকর আহ্সানের নতুন বই- “মকবরা”

(ছাইলিপি ডেস্ক)   বই পিপাসুদের অনেক দিন থেকেই নতুন প্রকাশ হওয়া বইয়ের পাতার ঘ্রাণ নেওয়া হয় না। বই প্রেমীদের শরীরের সব বিষই যেন মিইয়ে নেয় ...
অন্তিম পর্ব- অচিনপুরের দেশে

অন্তিম পর্ব- অচিনপুরের দেশে

গৌতম সরকার লীলামাসীর মুখ নিঃসৃত সেই অমৃতবানী যে এত তাড়াতাড়ি বাস্তব রূপ নেবে ভাবতে পারিনি। সত্যি কথা বলতে কি, আমফানের রাত্রে যখন মঈদুলের হাত ধরে ...
রহস্যঘেরা শিমুলতলা: পর্ব-১

রহস্যঘেরা শিমুলতলা: পর্ব-১

ড. গৌতম সরকার “তার মানে! রাতারাতি এতগুলো মেয়ে হারিয়ে গেল?” “রাতারাতি ঠিক নয়, দীর্ঘদিন ধরেই চলছিল। আর কারণ তো একটা নয়। গবেষকরা গবেষণা করে একের ...
শহর ছেড়ে পালিয়ে

শহর ছেড়ে পালিয়ে

আশিক মাহমুদ রিয়াদ তোমাদের জীবন স্রোতের পিচঢালা রাস্তঘাট, শহুরে লেকের শ্যাওলাকে একটি প্রশ্ন করি! এ শহর কি শুধুই তাদের? এ শহর কি শুধুই ঘাতের? এ ...
বিদ্রোহী কবিতা - কাজী নজরুল ইসলাম

বিদ্রোহী কবিতা – কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির! বল বীর – বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’ চন্দ্র ...