সৌরভময় পল্লবিত শেখ মুজিব

সৌরভময় পল্লবিত শেখ মুজিব
সৌরভময় পল্লবিত শেখ মুজিব

মেহেদী হাসান

যখন ঝড়-ঝঞ্জার মহাপ্লাবনে প্লাবিত এই দেশ,
অবহেলা-বঞ্চনার আঘাতে কাতর জনগণ,
তুমি হিমালয় বুকে রুখেছো সব বাধার দেয়াল।
হয়েছো হতভাগা এই জাতির কাণ্ডারী।

যখন শোষণের করাল গ্রাসে জর্জরিত স্বদেশ,
নিপীড়নের রোষানলে অঙ্গার যাপিত জীবন। আলোহীন জীবনে শুধু অথৈ প্রগাঢ় তিমির;
সেখানেও তুমি আলোর বাতিঘর।

যখন রক্তের লালে রঞ্জিত সবুজ ভূমি,
কেড়ে নেয়া হল মায়ের মুখের বুলি।
কণ্ঠ রুদ্ধ করে চাপানো হলো দুঃসহ দুঃশাসন।
সবার ভাষা হয়ে তুমি তখন জাগ্রত কণ্ঠ।

রাজার নীতি নিয়ে রাজনীতি নয়,
তুমি হয়েছিলে সব প্রজার আপন।
ভুখা মানুষগুলোর কাছে তুমি নির্ভরতার প্রতীক,
সৌরভময় পল্লবিত চিরদিন শেখ মুজিব।

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
আঁচিল

আঁচিল

তওহিদ মাহমুদ আমার পিঠের নিচের দিকটায় একটা ফুসকুড়ি উঠেছে। খুবই ছোট সাইজের, তবে হাত বোলালে টের পাওয়া যায়। প্রথম দিন নখ দিয়ে খুঁটে দেখতে গিয়েছিলাম। ...
ফেলে আসা শৈশব | অজিত কুমার কর

ফেলে আসা শৈশব | অজিত কুমার কর

|অজিত কুমার কর   আসে না কেন যে ফিরে মধু শৈশব ভোলা তো যায় না মোটে তার বৈভব। কত ছবি ভেসে ওঠে চোখের তারায় নিমেষে ...
সিনেমা পর্যালোচনা- "বেলাশেষে"

সিনেমা পর্যালোচনা- “বেলাশেষে”

সিনেমা- বেলাশেষে । পরিচালক-নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় শ্রেষ্ঠাংশে- সৌমিত্র চ্যাটার্জি ,স্বাতীলেখা সেনগুপ্ত ,ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা অধ্যায়, মনামী ঘোষ, ইন্দ্রাণী দত্ত, সোহিনী সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়, ...
কবিতা- নদী-ফকির

কবিতা- নদী-ফকির

 অনিরুদ্ধ সুব্রত    এতো যে সর্দি কাসির দোষ, তবু শেষ অবধি জলের ধারার পাশে এসে একচিলতে ঘর বেঁধে থিতু হলাম, কোনও রোগা নদীটিকে ভালবেসে দেখলাম ...
ছোট গল্প - বাপের বাড়ি

ছোট গল্প – বাপের বাড়ি

ডঃ গৌতম সরকার গঙ্গার দিক থেকে একটা হাওয়া এসে চিতার আগুনটাকে কাঁপিয়ে দিচ্ছে। এদিকটায় কোনো আলো নেই। দূরে ডোমের এক কুঠুরি ঘরটায় একটা অল্প পাওয়ারের ...
রূপ কথার বিয়ে-সাফিকুল আলাম

রূপ কথার বিয়ে-সাফিকুল আলাম

|সাফিকুল আলাম   বিয়ের আয়েজন করা হোক চাঁদনি রাতে। নক্ষত্ররা বরযাত্রী সাজবে। তোমার আর আমার মাঝে, “এক আল্লাহ্ই যথেষ্ট হবে সাক্ষী হিসাবে।”   আমাদের বিয়ের ...
Scroll to Top