মোঃ খোর্জাতুল ইসলাম চৌধুরী।
হে শেখ মুজিবুর রহমান
বাঙ্গলায় আপনি রেখে গেছেন অবদান।
আপনার ডাকে বাঙ্গলার মানুষ
নিজেকে করে দিয়েছিল উজাড়
তাইতো আপনি বঙ্গবন্ধু বাঙ্গলার।
অফিস-আদালত,কোর্ট-কাচারি,খাজনা-ট্যাক্স
বন্ধ হয়েছিল আপনার হুকুমে,
খুলিবার সাধ্য ছিল কার?
তাইতো আপনি বঙ্গবন্ধু বাঙ্গলার।
আজীবন বাঙ্গলার মানুষের পক্ষে কথা বলে
বার বার হয়েছিলেন গ্রেপ্তার
তাইতো আপনি বঙ্গবন্ধু বাঙ্গলার।
আপনার হাত ধরে এসেছিল স্বাধীনতা
পেয়েছিলাম স্বাধীন রাষ্ট্র
তবুও আপনি থাকতে পারেননি স্বাধীন
শত্রুদের হাতে শহীদ হয়েছিলেন সপরিবার
তাইতো আপনি বঙ্গবন্ধু বাঙ্গলার।