বছরজুড়ে ছাইলিপি সাহিত্য সাময়িকীতে যারা লিখেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা ! নতুন বছরে সবার পথচলা হোক মসৃণ । দারুণ ও চমকপ্রদ লেখার মাধ্যমে সাহিত্য জগত বিকশিত হোক এই কামনা। বর্ষজুড়ে ছাইলিপির সঙ্গে যারা ছিলেন তাদেরকে সম্মান জানিয়ে ছাইলিপির এই ক্ষুদ্র আয়োজন । আপনাদের লেখার মাধ্যমে ছাইলিপি পাঠ করেছেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত হাজারো পাঠক । সবাইকে আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই । নতুন বছরে আপনাদের কলমে সৃষ্টি হোক দারুণ কিছু। ছাইলিপির লেখক/পাঠক/সমালোচক/ শুভানুধ্যায়ী সকলকে জানাই গ্রেগরীয় নতুন বছরের শুভেচ্ছা !