মহীতোষ গায়েন
একদিন এইখানে বড়দিনে চাঁদ ডোবা রাতে
বলেছিলে পাশে আছি চিরদিন,
এখন দুঃসময়,স্মৃতি সব ভেসে গেছে,ভেসেছে
শপথ,অঙ্গীকার,সব আশা ক্ষীণ।
একদিন এইখানে রক্তিম ভোরে একজোট হয়ে
মানুষের লড়াই-এ নেমেছিলে পথে,
মিটিং,মিছিলে অনাবিল হয়েছিলে সামিল…
রুটি,রুজির দাবিতে ভিন্ন ভিন্ন মতে।
শিশিরের ভেজা মাঠে ঘাসে ঘাসে ফুল ফোটে
বড়দিন এসে গেল বড় আশা ঘরে ঘরে,
বঞ্চিত অসহায় মানুষের কান্না আজও ভাস্বরিত
বড়দিন বড় আশা খুন,হাজার স্বপ্ন মরে।
সময়ের জাল ছিঁড়ে ধূর্ত শৃগালেরা একে একে
চলে যায় গোপনে শিকার ধরার জন্য,
সুযোগসন্ধানীদের মত তোমরাও পালিয়ে গেলে
আমরা প্রতিরোধে দৃঢ় আজও জনারণ্য।
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।