স্বপন মুখোপাধ্যায়
শ্যামল ঘেরা এই বনানী
খুশিতে মন ভরে,
গঙ্গাফড়িং ঘাসে ঘাসে
লাফায় জোরে জোরে।
শাপলা ফোটা শালুক ফোটা
শান্ত দীঘির জলে,
পান্সি করে বেড়ায় ঘুরে
পরাণ মাঝির ছেলে।
শিশির জমা মুক্তো জমা
কচু পাতার বুকে,
হলুদ রঙা জলফড়িংরা
খেলছে দারুণ সুখে।
শিউলি ফুলের সুবাস মেখে
বইছে হাওয়া ধীরে,
আলোর মতো কাশ ফুটেছে
বড়ো নদীর তীরে।
নীল আকাশে সকালবেলার
শঙ্খচিলরা ওড়ে,
যতই দেখি অবাক হয়ে
দেখতে ইচ্ছে করে।