প্রেম কেবলই বেদনার নাম
রফিকুল নাজিম
একদিন এক গণক ঠাকুর আমাকে বলেছিল,
যেদিন আমি তোমার ভেতর ঠিকঠাক পৌঁছে যাবো
যেদিন আমি নিরঙ্কুশভাবে তোমাকে অধিকারে নেবো
সেদিন নাকি আমার চরণে এসে চুমু খাবে সুখপাখি,
ভাগ্য সুপ্রসন্ন হলে নাকি পাইতেও পারি স্বর্গের ঠিকানা।
অথচ আমি আমার সর্বস্ব দিয়ে তোমাতে ডুব দিয়েছি
এবং দেখেছি- প্রেম তুমি কেবলই বেদনা!
.
.
.
.
ছলনা
রফিকুল নাজিম
মায়া দিলে ব্ল্যাক কোবরাও পোষ মানে
বিষাক্ত ছোবলের বদলে ঠোঁটে দেয় মিষ্টি চুমু।
মায়া দিলে হিংস্র বাঘের সাথে খেলা যায় হরদম
মায়া দিলে বনের পাখিও পোষ মানে
ভালোবাসা পেলে প্রেমে গদগদ হয় সামুদ্রিক ডলফিন
ভালোবাসা পেলে পোষ মানে মাংসাশী সিংহ, বুনো ষাঁড়।
কেবল তোমারে পোষ মানানো গেল না
মায়া পেয়েও বিনিময়ে তুমি দিলা ছলনার নীল বিষ!
.
.
.
.
আনইনস্টল
রফিকুল নাজিম
করাপ্টেড এ্যাপসটা গিলে খাচ্ছে ডিভাইসের স্মোথনেস
নিরাপত্তাহীনতায় ভুগছে ডিভাইসের অবশিষ্ট মায়ার ফাইল
মাদারবোর্ডকে অনাহূত ভাইরাস কচ্ছপের মত কামড়ে ধরে
ডিভাইসটি ভাইরাসমুক্ত করতে এন্টি ভাইরাসও ফেইল মারে
দারুণভাবে টাস্কি খায়
আহা! মুমূর্ষু ডিভাইসটি যন্ত্রণায় ছটফট করছে….
তাই করাপ্টেড এ্যাপসটা আনইনস্টল করা খুব দরকার,
কিন্তু যখনই আমি আনইনস্টল করতে যাই
তখন স্ক্রিনে কেবল লোডিং লোডিং শো করে
সাঁঝের বেলাশেষে গোধূলিও যায় মুছে
রাতের অন্ধকারে নোটিফিকেশন আসে- সামথিং রং!
অথচ তোমাকে আনইনস্টল করা আমার বড্ড দরকার।
.
.
.
.
.
প্রেমিক ও কবি
রফিকুল নাজিম
মহাধুমধামে আয়োজন করে
আবারো বেদনা কুড়াতে চাই
পাইকারী-খুচরো কষ্টগুলো জমিয়ে জমিয়ে
আমি বিত্তবান প্রেমিক হতে চাই।
ক্ষয়ে যেতে যেতে ঘুরে দাঁড়িয়ে
একদিন আমিও কবি হতে চাই।
কবি হতে চাইলে নাকি প্রেমিক হতে হয়,
প্রেমিক হতে চাইলে নাকি ব্যথা সইতে হয়?
.
.
.
.
.
বিচ্ছেদ
রফিকুল নাজিম
আমারে তুমি বিচ্ছেদ দিবা!
আচ্ছা- বিচ্ছেদ খায়; না মাথায় দেয়?
আমি বিচ্ছেদরে সামনে পাইলে চটকনা মারি
বিচ্ছেদের কানের নিচে ঠাস ঠাস মারি
ফ্লায়িং কিক্ মারি তার তুলতুলে বুকে
উষ্টাইতে উষ্টাইতে আবর্জনার ভাগাড়ে ফালাই।
তবুও বিচ্ছেদ আমারে ছাড়ে না
বেহায়ার মতন আমার পাশে ছায়া হইয়া থাকে
মিহি বিরহবোধের সুড়সুড়ি দিতে চায় আমার বুকে
অথচ আমি বিচ্ছেদরে কখনোই লই না।
বিচ্ছেদের কপালে ঘুষি দিতে দিতে দেখি
আমার প্রাক্তন একটা বিচ্ছেদ শাখা-প্রশাখা ছড়িয়ে
প্রকাণ্ড এক বৃক্ষ হয়ে গেছে….
বিচ্ছেদ-বৃক্ষটা ইদানিং বেদনা গিলে গিলে
দেদারসে প্রকাণ্ড থেকে প্রকাণ্ডতর হচ্ছে!