লাল সবুজের পতাকায়

লাল সবুজের পতাকায়
লাল সবুজের পতাকায়

আরিফুল ইসলাম

মহান নেতা ডাক দিলেন।
জেগে ওঠো সবে,
ঝাঁপিয়ে পড়ো ওদের ওপর
নিঃশেষ করতে হবে।

সাড়া দিল বীর বাঙালি
মহান নেতার ডাকে,
লড়বে তারা প্রাণপণে
যতক্ষণ প্রাণ থাকে।

জীবন দিয়ে হলেও তাঁরা
করবে এ দেশ স্বাধীন,
শত্রুর কাছে মাথা নত নয়
আর নয় পরাধীন।

যে যেখানে সেখান থেকেই
যুদ্ধে গেল নেমে,
উজ্জীবিত হলো তাঁরা
তাঁদের স্বদেশ প্রেমে।

রক্তক্ষয়ী যুদ্ধ শেষে
১৬ ই ডিসেম্বরে,
বিজয় নিশান উড়লো সেদিন
বাংলার ঘরে ঘরে।

স্বাধীনতার স্বাদ পেল যে
সেদিন বীরের জাতি,
ইতিহাসের পাতায় লেখা
তাঁদের বিজয়,খ্যাতি।

বিশ্ব আজ শ্রদ্ধা জানায়
সেই মহান বীরদের,
যাঁদের ত্যাগে পেয়েছি দেশ
গর্ব ওঁরা মোদের।

লাল সবুজের পতাকাতে
হলো ওঁরা অমর,
ওঁদের নামে গান গেয়ে যায়
ফুলে – ফুলে ভ্রোমড়।

ওঁরা ছিল বাংলাদেশের
সাচ্চা খাঁটি সোনা,
থেকে গেলাম আমরা আজও
ওঁদের কাছে দেনা।

সময় হয়েছে করতে হবে
ওঁদের দেনা শোধ,
পার পাবে না দোসরেরা
নেবোই প্রতিশোধ!

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
‘সুখী দম্পতি’

‘সুখী দম্পতি’

তসলিমা নাসরিন  ইয়োহান অফিস থেকে ফিরেই সোফায় গা এলিয়ে টেলিভিশানের রিমোটটা হাতে নেয়। এ সময় গত দু’বছর যা হচ্ছে তা হয়, চাইলাই এসে হাসিমুখে তার ...
ইচ্ছেগুলো

ইচ্ছেগুলো

আদ্যনাথ ঘোষ ফাগুনকে ডেকেছি বলেই আশি^ন প্রান্তরে এসে উঁকি মারে নিজের দাওয়ায় খেলা আর ভেলার আশায়। আমার উঠোন তলায় জুঁই ফুটেছিল ঠিক, মনে কি পড়ে? ...
কবিতা- কাঠখোট্টা দিন । গোলাম কবির 

কবিতা- কাঠখোট্টা দিন । গোলাম কবির 

।গোলাম কবির    কত দিন তোমার চিঠি আসে না আর রঙিন খামে যত্নে লেখা গোটা গোটা সোনার হরফে। লিখো না আর প্রিয়তমেসু কেমন আছো? কেমন ...
তুষারকান্তি মণ্ডলের প্রথম উপন্যাস "পরিযায়ী"

তুষারকান্তি মণ্ডলের প্রথম উপন্যাস “পরিযায়ী”

•• প্রকাশকাল:  কলকাতা আন্তর্জাতিক বইমেলা, ২০২৩ •• প্রকাশক: পৌষালী প্রকাশনী •• উপন্যাস: পরিযায়ী •• লেখক : তুষারকান্তি মণ্ডল •• যোগাযোগ : পৌষালী প্রকাশনী  8910934151 লেখকের ...
জোয়ার

জোয়ার

স্বপঞ্জয় চৌধুরী সন্ধ্যার আলো ক্ষীণ হলে এখানে জোয়ার নেমে আসে, সাড়ে সাত থেকে ষোল কোটি প্রাণের স্পন্দনে বুকের ভেতর ক্ষোভের বুদবুদি ছাড়ে। গল্পে, কবিতায়, রাজপথে, ...
মা 

মা 

সংহিতা চক্রবর্ত্তী মায়ের টানে মায়ের গানে, উঠুক বেজে ঢাকের বোল। প্রাণের মা এলেই এবার, ছড়িয়ে যাবে খুশির রোল। মহালয়ার গানে গানে, দেবীপক্ষের সূচনার সুর। ঘুচিয়ে ...