কেনো এতো সরে থাকো,
আনমনে কি যেনো ভাবো,
শীতের শীর্ণ নদীর মতো
হয়ে থাকো ম্রিয়মান,
কষ্ট গুলো লুকিয়ে রাখো
কোন গাছের কোটরে!
কবিতার শব্দ গুলো ডানা ভাঙ্গা
পাখির মতো তড়পায় নিরালায়,
গভীর নিশিতে কোনো তৃষ্ণার্ত
জলপরী যেনো হৃদয়ের সবটুকু
কান্নার নদী শুষে নিলো।
এ চোখে আর কোনো জল নেই,
ফুলের কোনো সুবাস আসে না
আর নাকে, পাখিদের গান মনে হয় কোনো যুদ্ধক্ষেত্রের তুমুল বোমাবর্ষণ,
এ শহরের সবকিছুই এখন
অসহ্য মনে হয়, জীবন যেনো বনসাই করা কোনো প্রাচীন বৃক্ষের মতো ,
ভাললাগে না আর নিদারুণ
এই নাগরিক জীবনের কোলাহল,
শুধু ভালোলাগে চুপচাপ মুখোমুখি বসে থাকা, স্তব্ধতার কানে কানে ভালবাসার গান শোনা।