শিহরণ

শিহরণ

আশিক মাহমুদ রিয়াদ

তুমি জানো?
আমার মাঝে একটা স্বত্তা বাস করে,
যেখানে তুমি থাকো অবলীলায়,
ঘুরে বেড়াও হৃদয়ের অন্দরমহলে!
তোমার স্বত্তা, আমার স্বত্তা মিলেমীশে একাকার।




এখান থেকেই শুরু হয় নীলডুমুর প্রেম প্রণয়ের
তোমার চোখে, আমি দেখি সেই অগ্নিশিখা
দেখি যা আমার হৃদয়ে জ্বলে ওঠে।
প্রতিটি স্পর্শ, প্রতিটি চুম্বন,
তোমার সোহাগে আমার আবেগ শুধুমাত্র উত্থাপন.




তোমার কোমল ঠোট এবং কোমল ত্বক,
স্ট্রেইট সিল্কি চুল, টকটকে লাল ঠোট
আমার আঁকা ভালবাসার জন্য একটি ক্যানভাস।
ঘটে দুটি দেহের অবাঙ-সম্মোহণ
আমরা ঐশ্বরিক মুহূর্তে এক হয়ে উঠি।

তোমার শরীর দোলে ফসলের শস্যক্ষেতের ন্যায়ে,
তোমার ঘর্মাক্ত গায়ের গরম নিশ্বাস,
যেন বশ করে ফেলে সাগরের বিশাল ঢেউ
তুমি কি জানো? তোমার প্রণয়ে সর্বনাশে কেউ!

সেই কেউ নয় আর কেউ!
তোমার প্রণয়ের উত্তপ্ত তোমার প্রেমিক/
আমার ঘাড়ে তোমার নিঃশ্বাস,
আমার মেরুদণ্ডে কাঁপুনি পাঠায়।
আমি তোমার মধ্যে নিজেকে হারিয়েছি,
এরাতে আমাদের আমাদের আত্মা শিক্ত।




আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে,
তোমার কামনায় পরিপূর্ণে।
তোমার ভালবাসা আমার নেশা,
এবং আমার আত্মা আগুনে পুড়ে যায়।

তাই দোলাই এ শস্যের ক্ষেত
পাহাড় ডিঙিয়ে সূবর্ণরেখার খোঁজে
তোমার গভীরের অম্লান রক্তরসে
ধর এবং আমাকে তোমার আত্মার গভীরে নিয়ে যাও।
আমাদের ভালবাসা প্রজ্বলিত হোক।
শিহরণের এ রাতে, অথবা রাঙা প্রভাতে।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
বাগানবাড়ি রহস্য  | শাহরিয়ার আবিদ 

বাগানবাড়ি রহস্য | শাহরিয়ার আবিদ 

|শাহরিয়ার আবিদ    জিসানের ছোট থেকেই বড় হওয়া পর্যন্ত পুরোটা সময় কাটে তার চট্টগ্রাম  শহরে।  গ্রামে যাওয়া হয়। তবে খুব কম ৷ জিসানের এ যান্ত্রিক ...
গল্প - শাবক

গল্প – শাবক

নয়ন হাসান বছর পনের আগে;পুকুরপাড়ের ঝাঁকড়া ডুমুরগাছ হতে বুলবুলির শাবককে, অকারণেই ধরে নিয়ে এসেছিলো বারো বছর বয়সের বাবুল।পড়শিরা ওকে বলেছিলো;বাচ্চাগুলোকে রেখে আয় বাবুল,কারো বাচ্চাকে কেড়ে ...
বই পর্যালোচনা-রেড হেয়ারড উওম্যান | গৌতম সরকার

বই পর্যালোচনা-রেড হেয়ারড উওম্যান | গৌতম সরকার

বইয়ের নাম: রেড- হেয়ারড উওম্যান লেখক: অরহান পামুক  তুর্কি ভাষা থেকে অনুবাদ: একিন ওকল্যাপ প্রকাশক: পেঙ্গুইন বই পর্যালোচনায়- ডঃ গৌতম সরকার   ” Oedipus, the murderer ...
সারোগেসি : ব্যাপারটা আসলে কি?

সারোগেসি : ব্যাপারটা আসলে কি?

সম্প্রতি সারোগেসির মাধ্যমে বাবা-মা হয়েছে নিক জোনাস ও প্রিয়াংকা চোপড়া। সারোগেসি নিয়ে সন্তান জন্মদানের তর্ক-বিতর্কের শেষ নেই। শুধু বাংলাদেশ কিংবা ভারতেই নয়, সারোগেসি নিয়ে তর্ক-বিতর্ক ...
জীবনে চলার পথে যেসব বিষয় মাথায় রাখা জরুরী।

জীবনে চলার পথে যেসব বিষয় মাথায় রাখা জরুরী।

১. কখনো বাসে জানালার পাশে বসে মোবাইল টিপবেন না। কখন নিয়ে যাবে, টের পাবেন না। – ২. রিকশাতে বসে কোলে ব্যাগ রাখবেন না। পাশ থেকে ...
স্বাধীনতার মান

স্বাধীনতার মান

রবীন বসু অক্ষত ডানা, মুক্ত আকাশ… স্বাধীনতার মানে জানে। পেটভর্তি অন্ন, শ্বাস নিয়ে বাঁচা, তাকে স্বাধীনতা বলে। পায়ে শিকল, হাতে বেড়ি পরাধীনতার কালো আঁধার। রক্তচক্ষু ...