অভিমান

অভিমান
অভিমান

 |রেজা করিম 

 

অভিমান ভুলে গেলে ফিরে এসো, 

ঠাঁয় দাঁড়িয়ে আছি আজও – 

সেখানেই, 

যেখানে শুরু হয়েছিলো  আমাদের 

ভালোলাগা ভালোবাসা খুনসুটি বিশ্বাস। 

এখানেই 

এসো, যুগল নিঃশ্বাস নেবো 

কাশফুল চাদরের ভাজে ভাজে, 

প্রথম চাষের মতো কোদালি মেঘের ছায়ায়। 

 

অনুরাগের ভৈরবীরাগ থেমে থেমে 

সুরেলায় ডেকে যায়, 

আয় আয়, আয় খুকু ছোটাছুটি করি 

ধানসিড়ি মাঠের আলপথে –

বিষণ্ণ বেলার আসন্ন খেলায়। 

 

ভুলহীন ভালোবাসা কোনো ভালোবাসা নয়, 

কখনো সরল হয় কি কোনো নদী ? 

মৃদুমন্দ বাতাস বয় কি বারোমাস ? 

পাহাড়ি জমিন রয় কি সমতল কোনোকালেই ? 

তবে, ভালোবাসা কেন হতে হবে 

নিস্তরঙ্গ জ্যোৎস্নার মতো সাদামাটা ? 

ভালোবাসা অবিকল শরতের মতো –

এই বৃষ্টি এই রোদ্দুর, 

যদ্দুর দৃষ্টি তদ্দুর তুমি। 

 

না হয় অভিমান ধরে রেখে ফিরে এসো, 

ভালোবাসার পেলব মালিশে 

মুছে দেবো সব অভিমান, 

নোনা জলে ধুয়ে দেবো

হৃদয়ে বোনা রাগ অনুরাগ দুঃখ ক্ষত। 

 

মনে রেখো – 

ভালোবাসা শুধু ভালোবাসা দিতে পারে, 

অবশেষে নিতে পারে না  কিছুই।

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
How Health Businesses Can Survive in a Post Coronaconomy

How Health Businesses Can Survive in a Post Coronaconomy

Cursus iaculis etiam in In nullam donec sem sed consequat scelerisque nibh amet, massa egestas risus, gravida vel amet, imperdiet volutpat rutrum sociis quis velit, ...
ভালোবাসার গল্প - পৃষ্ঠা ১৭

ভালোবাসার গল্প – পৃষ্ঠা ১৭

তাহারাত সিকদার তখনো মেয়েটি হাত ছাড়েনি। খুব শক্ত করে টেনে ধরে রেখেছে। বাম হাত একটা পাক খেয়েছে কিন্তু কোনোভাবেই যেন ওদের আলাদা করা যাচ্ছেনা। পুরো ...
সাহিত্য বিশারদঃ বাঙালির একতা

সাহিত্য বিশারদঃ বাঙালির একতা

হামীম রায়হান  বাংলা সাহিত্যের যে রেঁনাসার সৃষ্টি হয়েছিল তা সত্যিই কী সমগ্র বাংলা সাহিত্যের রেঁনাসা ছিল? এমন প্রশ্ন যদি উঠে তবে সে প্রশ্নের জবাব কিন্তু খুব ...

কবিতা-“শিক্ষক”

আরিফুল ইসলাম আকাশ     অ, আ, ক, খ, গ বর্ণমালার বাণী,  যিনি দিলো মোর একালো মস্তিষ্কে ঢালি। তারা ঝড়, তুফানে ছোটে ছাড়িয়া ঘর,  তারাই ...
শীতের ছোঁয়া

শীতের ছোঁয়া

সোমা মুৎসুদ্দী  শীতের ছোঁয়া লাগলো শহর জুড়ে, লাগলো গ্রামের বুকে। নতুন চালের পিঠা খাওয়ার, ধুম পড়েছে সুখে। নীল চাদরে জড়িয়ে নিতে, পৌষালী শীত এলো। শীতের ছোঁয়া মনের মাঝে, ...
কয়েকটি কবিতা

কয়েকটি কবিতা

অভিশাপ  দালান জাহান দুঃখের চেয়ে বড়ো দুঃখ নিয়ে চোখের জলায় লাফিয়ে ওঠে চাষ করা মাছ। জীবনের চেয়ে ছোট অথচ দীর্ঘ সেতু বাহনের মতো চাকায় চলতে ...
Scroll to Top