কবিতা- উপলব্ধি  

কবিতা- উপলব্ধি  
কবিতা- উপলব্ধি  

মেহেদী হাসান  

 

এতোকাল শুধু নিজের ভেতরের অলি-গলি জগৎই ঘুরেছি।

একটাবারও ভেবে দেখিনি যে,

এর বাইরেও একটা জগৎ আছে।

যেখানে অভিমানী নদীর পাশে সৌম্য নৌকা আছে,

কতো-শতো গোধূলী বিকেলে অলস কাব্য আছে।

 

ঘাম ঝরানো শ্রমিকের গল্প আছে।

অজস্র মুর্হূত শুধু নিজের দুঃখ-কষ্টই লালন করেছি।

একবারও ভেবে দেখিনি যে,

এর বাইরেও অন্য কারো কষ্ট আছে।

যেখানে বোবা ইটের দেয়ালে ফটো ফ্রেমের কান্না আছে, 

ছোট-ছোট ভেন্টিলেটারে চড়ূইয়েরও কষ্ট আছে।

রোদ পালানো সন্ধ্যায় ছোট টুকরির যন্ত্রণা আছে।সহস্র সময় শুধু নিজের ভালো-মন্দই বিচার করেছি।

 

কখনো ভেবে দেখিনি যে,

এর বাইরেও কারো মঙ্গল আছে।

যেখানে সবার নিজের মতো করে বাঁচার সাধ আছে,

স্বপ্নগুলোতে রং মাখানোর অধিকার আছে।

অতি তুচ্ছ পিঁপড়েরও আছে নিজস্ব জীবনধারা!

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
আমার কেদারনাথ যাত্রা

আমার কেদারনাথ যাত্রা

গৌতম সরকার আর পাঁচটা ভ্রমণ পিপাসু মানুষের মতো চারধাম যাত্রা চিরকালই আমার ভ্রমণ তালিকার বেশ ওপরের দিকেই ছিল। কিন্তু একজন প্রকৃত তীর্থযাত্রীর নিষ্ঠা এবং বিশ্বাসের ...
নিবেদিতা

নিবেদিতা

আশিক মাহমুদ রিয়াদ এপ্রিলের মাঝামাঝি সময়! উত্তপ্ত আবহাওয়ার শেষে বিকেল বেলা বৃষ্টির পূর্বাভাস। আজ ঝড় উঠতে পারে। জানলা থেকে ভেজা বাতাসের গন্ধ এসে নাকে লাগছে৷ ...
অচিনপুরের দেশে: সপ্তম পর্ব

অচিনপুরের দেশে: সপ্তম পর্ব

গৌতম সরকার হেলথ সেন্টারটা গ্রামের উত্তর দিকে। এই গ্রামে সপ্তাহান্তিক যে হাট বসে, সেই হাটতলা পেরিয়ে যেতে হয়। মাঠ থেকে ফিরে খাওয়া-দাওয়া সেরে বেরোতে চাইছিলাম, ...
অতীতের সব রেকর্ড ভাঙলো প্রিয়তমা; মুক্তি পাচ্ছে ভারতে?

অতীতের সব রেকর্ড ভাঙলো প্রিয়তমা; মুক্তি পাচ্ছে ভারতে?

সিনেমানামা ডেস্ক বেঁদের মেয়ে জোস্না সিনেমাটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি সিনেমা। সেই সিনেমাটির রেকর্ড ভাঙতে চলেছে শাকিব খান অভিনীত সিনেমা প্রিয়তমা।বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কম ...
গরিব চাষি

গরিব চাষি

সেকেন্দার আলি সেখ   আগুন জ্বলে ক্ষেত খামারে গরিব চাষির বুকে পায়ে ফেলে মাথার ঘাম নেইকো কৃষক সুখে আগুন জ্বলে গ্রাম ছাড়িয়ে রুক্ষ মাঠের শেষে ...
যুগান্তরের গল্প

যুগান্তরের গল্প

অরুণ সরকার যুগান্তরের একটি কল্পে যে গল্পটি মুখে মুখে, উচ্চশিরে কইবে কথা যুগের স্রোতে থাকবে সুখে। সে গল্পটি আমার ভাষা, আমার সুরেই বয়। আমার লালে ...
Scroll to Top