কবিতা- ‘ছেঁজুতি’ |মো. তৌহিদুল ইসলাম 

কবিতা- 'ছেঁজুতি' |মো. তৌহিদুল ইসলাম 
কবিতা- 'ছেঁজুতি' |মো. তৌহিদুল ইসলাম 

|মো. তৌহিদুল ইসলাম

 

ছেঁজুতি, তোমার আকাশে হয়ত

অনেক আলো-মিটমিট করা

তারা ছিল।

কিন্তু, আমিও তো সেখানে ছিলেম,

অবশ্যি, আলো আমার কিছু-

কম ছিল বৈকি।

তাই জন্যেই কি আমার প্রতি তোমার

এত অবহেলা, এত অনাদর?

জানি, উজ্জ্বলতার ভিড়ে কেউই

রাখতে চায়না  অনুজ্জ্বলতার-

অযাচিত আবদার।

 

নীল-আলো-মিটমিট করা তারাদেরই

তো তুমি দেখে অবসর পাওনা,

ফুরসৎ কোথায় তোমার এত!

অনুজ্জ্বলতা নিয়ে সেখানে আমি,

অচেনা, অজ্ঞাত/;

ট্রিমেন্ডাসলি উপেক্ষিত, অবহেলিত।

 

ছেঁজুতি, ঐসব আলোর-বাহার ছড়ানো

তারারা কিন্তু তোমার দুর্দিনে,

অমাবস্যায় ছিলনা।

তাদের অতি উজ্জ্বল আলোয়,

তোমার দৃষ্টি-দেহ-মন ছ্যালছ্যালিয়ে দিয়োনা,

এই অনুজ্জ্বল-পাশে-থাকা-

ধ্রুব তারাটিকে ভুলোনা।

 

ছেঁজুতি, দর্শনে তুমি অভিরাম,

ঐ উজ্জ্বল-আলো-ছড়ানো তারাদের ভিড়ে,

ভুলেও ভুলোনা যেন,

রোজ পত্রিকার পাতাগুলো ভারী হচ্ছে-

নোংরা-ধর্ষণের খবরে অবিরাম!

ছেঁজুতি, তোমার চরম স্বেচ্ছাচারিতার

এবার দাও বিরাম

এবার দাও বিরাম।

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
অপার্থিব পত্রমিতালী

অপার্থিব পত্রমিতালী

রাহাত আহম্মেদ বিকেল বেলা ছাদে বসে পাখিদের ঘরে ফিরা দেখতে বড্ড বেশি ভালো লাগে। ভালো লাগে কিচিরমিচির শব্দ আরো বেশি ভালো লাগে তাদের সারিবদ্ধভাবে ঘরে ...
একজন কবি এবং তার কবিতা | আতিদ তূর্য

একজন কবি এবং তার কবিতা | আতিদ তূর্য

আতিদ তূর্য এক. একটি সুস্বাদু জীবনের রেসিপি তোর খোপায় গুঁজে দেবো, পাহাড়ি কোন এক রঙিন ফুল। তোকে নিয়ে ১৮০০ ফুট উঁচুতে, হৃদয়ের টবে গুছিয়ে সাজাবো। মেঘ ...
প্রবন্ধ-  বাংলাদেশের মুক্তিযুদ্ধ; একটি জাতীয় জাগরণ

প্রবন্ধ- বাংলাদেশের মুক্তিযুদ্ধ; একটি জাতীয় জাগরণ

বারিদ বরন গুপ্ত একটি জাতি ভাষা সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করার জন্য যেভাবে প্রাণপণ লড়াই করেছিল তা পৃথিবীর ইতিহাসে বিরল,বলতে গেলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল একটা জাতির অস্তিত্ব রক্ষার লড়াই ...
গল্প : অচেনা অতিথি

গল্প : অচেনা অতিথি

জোবায়ের রাজু   মাগরিবের পর পরই বাবা বৃষ্টির জলে কাকভেজা হয়ে বাসায় ফিরলেন। বিকেলে বের হবার আগে মা কত করে বললেন তিন মাস আগে মারা ...
শরৎ এলো

শরৎ এলো

ফেরদৌসী খানম রীনা শরৎ এলো প্রকৃতির মাঝে যেন রানীর বেশে, স্নিগ্ধ আবেশ ছড়ালো সোনার বাংলাদেশে। ভোর বেলা শিশির কণার মুক্ত ঝড়ানো হাসি, কি যে অপরূপ ...
কবি

কবি

জোবায়ের রাজু অরণ্য ভাবতেই পারেনি আজ এভাবে শাহবাগের মোড়ে দেশ বরেণ্য কবি সাহিত্যিকদের আলোচনা সভায় তার সব চেয়ে প্রিয় কবি রায়হান মাসুদের সাথে এভাবে দেখা ...
Scroll to Top