কবিতা সমাজ বাঁচায় 

কবিতা সমাজ বাঁচায় 
কবিতা সমাজ বাঁচায় 

I আহমাদ আব্দুল্লাহ নিলয়

আমার অতীতের কাছে একদিন সবায়কে নিয়ে যাবো।
কেমন ছিলাম আমি, কেমন ছিলো রাত্রিযাপন।
মদের সাথে পানির সমন্বয়হীনতা কিংবা সমাজতন্ত্রের সাথে পুঁজিবাদ – কোন কিছুই গোছালো ছিল না।
না চিলেকোঠার রুম,না বিছানার চাদর!
মনের ক্যানভাসে নিকোটিনের অভিমান,
জীবন্ত হয়ে ওঠা সদ্যজাত অ্যালকোহল-এখনো আমাকে ধমক দেয়।
হুমকি দিয়ে বলে কী অপরাধে আজ সে মাতাল?
সমাজ তো কখনো মাতালের কারণে ধ্বংস হয়নি, ধ্বংস করেছে যতসব জ্ঞানপাপীরা।
তাহলে কেন সে নিষিদ্ধ?
র‍্যাডক্লিফ লাইন হতে আবেগের দেশভাগ, আমাকে উপহার দিয়েছে কেবল ঝুলন্ত লাশ!
সীমানার সংঘাত ক্রুশবিদ্ধ করেছে একেকটি মানচিত্র,
পতাকার গলা টিপে হত্যা করা হয়েছে পবিত্র জাতীয় সংগীত।
বরাবরের মতোই এবারোও আমি প্রতিবাদী প্রেমিক!
আমার অবস্থান শান্তির পক্ষে, আমার অবস্থান কবিতার পক্ষে।
কবিতার একেকটি লাইন পারমাণবিক অস্ত্রের চেয়ে শক্তিশালী!
যুগে যুগে কতশত নেতা-ভূপতি এসেছে, শোষণ করে নিয়েছে জনগণের বেঁচে থাকার অধিকার।
কেউ কী পেরেছে শেষ পর্যন্ত টিকে থাকার?
অথচ একটি কবিতা বেঁচে আছে,
শত বছরের পুরনো কবিতা।
সাক্ষী হয়ে দেখিয়ে দেয় বর্বরতার বিভীষিকা।
কবিতা কখনো ঠকায়না,
কবিতা সমাজকে বাঁচায়!

রিং রোড, শ্যামলী, ঢাকা

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
নীল খামের ভালোবাসা

নীল খামের ভালোবাসা

সোহানুর রহমান সোহান স্নিগ্ধতা তোমার মন পাড়ায় নীল খামে, ভালোবাসা পাওয়ার আশায় একটা চিঠি লিখেছিলাম। আমি জানি সে চিঠি তুমি পেয়েছিলে তুমি পড়েছিলে। কিন্তু সে ...
পড়বে খুকি -  রাজীব হাসান

পড়বে খুকি – রাজীব হাসান

 রাজীব হাসান ছোট্ট খুকি পড়বে ছড়া সকাল সন্ধ্যা বেলা ছোট্ট খুকির নাঁচতে নাঁচতে কাটিয়ে দেয় বেলা। ভাবছে বসে নিবির ক্ষণে আঁকবে খুকি ছবি ছবি দেখে পূর্ব আকাশে উঠবে জেগে রবি। ...
অষ্টাদশীর ছোঁয়া- রাফিকা আক্তার মিম

অষ্টাদশীর ছোঁয়া- রাফিকা আক্তার মিম

রাফিকা আক্তার মিম লাগল বুঝি মোর প্রানে অষ্টাদশীর ছোঁয়া নবীন রূপে সাজলো দেখ প্রবীন এই ধরা কবি-কাব্য,সুর-তাল,সবই লাগে ভালো সাগর-নদী,আকাশ-বাতাস সাথে ব্যঙের ডাকও, ঘুম ভাঙা ...
কবিতা-মনে পড়ে

কবিতা-মনে পড়ে

গোবিন্দ মোদক  মনে পড়ে    ছোট্টবেলার সেই যে আমার গ্রাম, মনে পড়ে    সেই গ্রামটির ‘ফকিরতলা’ নাম! মনে পড়ে    গ্রামটি ছিল ‘কুসুম’ নদীর তীরে, ...
লুনা রাহনুমার দুটি কবিতা

লুনা রাহনুমার দুটি কবিতা

প্রেম  অভিযোগগুলো তোলা থাক (আজ) অনুযোগের খাতা বন্ধ;  হৃদয়ে হৃদয় জড়িয়ে দুজন –  হয়ে যাবো প্রেমে অন্ধ।   মাতোয়ারা হই আমরা এসো চাঁদের আলোতে সিক্ত; ...
কবিতা - "কালোবতী"  | মেহেদী হাসান | সাপ্তাহিক স্রোত-১১

কবিতা – “কালোবতী” | মেহেদী হাসান | সাপ্তাহিক স্রোত-১১

|’মেহেদী হাসান‘   বেশ ক’দিন, মেয়েটি অবসন্নতায় নিঃশ্বাসরূদ্ধ- তাহার কোনো আওয়াজ নেই, সে কেঁদে কেঁদে চোখে পানি তোলে, চোখে তাহার নীলছে পানির সমুদ্র। বাহিরের আকাশে ...
Scroll to Top