জন্ম জননী

জন্ম জননী
জন্ম জননী

 |আরিফুল ইসলাম আকাশ  

 

ভূবন  এর স্বর্গ  হইয়াছে মা,

কী করিয়া ভুল  তাহা?

যিনি করিয়াছে গর্ভে ধারণ, 

যদি নাহি শোনো তাহার বারণ,

তবে বুঝিও হে ভ্রাতা 

তোমার কপাল খারাপের এ মহা কারন।

কত যাতনা দিয়ে এসেছি তুমি- আমি,

এ  ভূবনের মাঝে।

হয়নি মা কখনো অচেতন,

করেছে সদা আদর-যতন।

 

মা তো এক জীবন্ত জান্নাত,

তবে তুমি করিও না, তবুও নান্নাত,

চলে  গেলে  একবার,

ফিরে পাবে কোনো বার।

এভূবনে যত পিওর স্নেহ, সোহাগ, 

ও ভালোবাসা ময়, এসব মায়ের আঁচল তলায়। 

মা বুঝে না কখনও ঝুট,

তাই তার চরণেই এসে,

লুটিয়ে পরে সকল রাজমুকুট।

 

যখন ফুরিয়ে যায় মায়ের যৌবন, 

তখন তুমি থাকো শৌর্যশালী। 

তবে করিও না আঘাত মায়ের মান,

করিও সদা বৃদ্ধা মাকেই সন্মান।

তবে একটি কথা বুঝিও হে ভ্রাতা, 

ইচ্ছা করে তো হয়নি বৃদ্ধা

মেনেছে খোদার আইন।

 

আজ তোমার নামের পাশে বড় ডিগ্রি, 

লোকে বলে সদা তুমি মহা পন্ডিত।

রয়েছে সমাজে তোমারই বহু মান,

সবার ভালোবাসায় তুমিই যে মহান।

তবে এ মহানের নেই লাভ একতিল মোটে।

যদি নাহি পারো তোমার মায়ের, 

দরবারে মহান  হতে।

মহা যুগের আরব বালক, 

মক্কা মদিনা রাষ্ট্রের নায়ক।

করেনি কখন মাকে হেয়াল,

সে তো মোদের আরব দুলাল। 

বালক বয়ষেই হারায় মাতা,

মক্কা মদিনার হয়ে নেতা।

নাহি করিতে পারিল সেবা যতন।

এ হাবিলাস করে সর্ব সময়, 

মৃত্যুর পূর্বক খন।

 

নলছিটি, ঝালকাঠি

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
ভালোবাসার দ্বিতীয় প্রহর [অন্তিম পর্ব]

ভালোবাসার দ্বিতীয় প্রহর [অন্তিম পর্ব]

ক্লাস শুরু হয়েছে এক সপ্তাহ হতে চলল। পারমিতা একদিনও ক্লাস বাদ দেয়নি। এবং প্রতিদিনই সৈকতের খোঁজে ওর ডিপার্টমেন্টে গিয়েছে দেখা পায় নি। আর রুচিরার ক্লাস ...
হালচালে সত্য পাপ

হালচালে সত্য পাপ

গোলাম রববানী    আমি অনেকবার চেয়েছি ন্যায্য কথাটি বলে ফেলি ঠিক যতবার ভেবেছি আমি অই শব্দগুলো হারিয়েছি হারিয়েছি ঠিক বলব না হয়তো ব্যবহার করা হয় ...
তবু বিশ্বাস করি I কবিতা I সাপ্তাহিক স্রোত

তবু বিশ্বাস করি I কবিতা I সাপ্তাহিক স্রোত

Iমৌসুমী চট্টোপাধ্যায় দাস   প্রতিনিয়ত অবদমিত ইচ্ছেরা মরতে মরতে একদিন জেদ-পাখা পেল৷ পাখনা মেলা জেদ পৌঁছে দিল এক রঙিন সূর্যোদয়ে৷ সে সূর্যোদয়ের নাম স্বনির্ভরতা৷ হাজারটা ...
নবীর প্রেমে জাহান পাগল 

নবীর প্রেমে জাহান পাগল 

সেকেন্দার আলি সেখ মিনার থেকে, মধুর আজান ভোরের আলোয় ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে আঁধার ঘেঁষে শহর -নগর দূরের গড়ে l আজান শুনে ডাকলো পাখি রাতের ...
বেহেস্ত- শুভাঞ্জন চট্টোপাধ্যায়।

বেহেস্ত- শুভাঞ্জন চট্টোপাধ্যায়।

  শুভাঞ্জন চট্টোপাধ্যায়   সন্ধ্যা নেমে এসেছে বেশ খানিকক্ষণ আগে। পূর্ণিমার তারাগুলো যেন ঝলমল করছে মর্মর সৌধের বুকে। প্রধান ফটকের ভেতর দিয়ে এগিয়ে গেলাম। সামনে ...
অণুগল্প- নেশা | আদিল মাহফুজ রনি

অণুগল্প- নেশা | আদিল মাহফুজ রনি

|আদিল মাহফুজ রনি   তারিনের সাথে আমার রিলেশনের একবছর পূর্ণ হলো আজ। বলা যায় প্রেম পর্বের ফার্স্ট অ্যানিভার্সারি। এই দিনটা উদযাপন করার ক্ষেত্রে মেয়েরা বেশ ...
Scroll to Top